এই মাত্র পাওয়া :

বান্দরবান জেলা শহরে ব্যবসায়ীর টাকা ছিনতাই


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৪ আগস্ট, ২০২৫ ৮:১১ : অপরাহ্ণ 30 Views

বান্দরবান বাসস্টেশন এলাকায় অবস্থিত পাহাড়ীকা ফিলিং স্টেশনের মালিক নিখিল কান্তি দাশের কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।সূত্রে জানা যায়,১৩ আগস্ট বুধবার রাত ১১টায় ব্যবসায়ী নিখিল কান্তি দাশ পাহাড়ীকা ফিলিং স্টেশনের ব্যবসায়িক কর্মকাণ্ড শেষে নগদ দুই লাখ ১৫ হাজার টাকা নিয়ে বাসস্টেশন থেকে পায়ে হেঁটে নিজ বাসার উদ্দেশে রওনা দেয়।এসময় তিনি সদর উপজেলা পরিষদের সামনের মূল গেইটের কাছাকাছি পৌঁছালে এক যুবক পিছন থেকে তার হাতে থাকা নগদ দুই লাখ ১৫ হাজার টাকা নিয়ে সদর উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে এবং দ্রুত বাউন্ডারি দেয়াল টপকে পালিয়ে যায়।এদিকে হঠাৎ ছিনতাইয়ের কবলে পড়ে হতবম্ভ হয়ে পড়ে ব্যবসায়ী নিখিল কান্তি দাশ।তিনি ছিনতাইকারী পেছনে ধাওয়া করলেও রাতের আধারে সে পালিয়ে যায়।ব্যবসায়ী নিখিল কান্তি দাশ জানান,বিগত ২৫ বছর যাবৎ আমি বান্দরবানে ব্যবসা করছি,কোনোদিন এমন ঘটনার সম্মুখীন হয়নি।নিখিল এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিকে দ্রুত আটকের জন্য প্রশাসনের কাছে আবেদন জানান।বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান,এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
August 2025
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!