

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।“কৌতূহল থেকে উদ্ভাবন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অনুষ্ঠিত হলো ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়।রবিবার (৭ সেপ্টেম্বর) অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া এর সভাপতিত্বে আয়োজিত প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান এর সহধর্মীনি মোশফেকা মোজাম্মেল সিঁথি।এসময় প্রধান অতিথি বলেন,শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা।সুপ্ত প্রতিভার বিকাশ এবং উদ্ভাবনী চিন্তাশক্তি জাগ্রত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।তিনি প্রকল্প প্রদর্শন ঘুরে দেখে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারায় উৎসাহিত করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রসর হওয়ার আহ্বান জানান।অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া আগামী প্রজন্মকে বিজ্ঞান শিক্ষার উপযোগিতায় আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এবং অংশগ্রহণকারী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।বিজ্ঞান মেলায় ৬৯০ জন শিক্ষার্থী ১৩৯টি প্রকল্প প্রদর্শন করে।এছাড়া বান্দরবানের আরও ৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার,পরিবেশবান্ধব জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা,শক্তির অপচয় রোধের উদ্যোগ,বর্জ্য রিসাইকেল করার পরিবেশবান্ধব পদ্ধতি,গ্যাস লিকেজ শনাক্তকরণ ব্যবস্থা,স্বয়ংক্রিয় অগ্নিনিয়ন্ত্রণ ব্যবস্থা,রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত প্রকল্প দর্শকদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
এছাড়া নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা ক্ষুদে বিজ্ঞানী কর্নার মেলায় বাড়তি মাত্রা যোগ করে।অনুষ্ঠান শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।