এই মাত্র পাওয়া :

শিরোনাম: বান্দরবানে ১ পুলিশ সদস্যের আত্মহত্যা চেষ্টা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানের বৌদ্ধ সম্প্রদায় উদযাপন করছে শুভ মধু পূর্ণিমা কক্সবাজারের ক্যাম্প-২২ এ ঐতিহ্যবাহী চিনলোন প্রতিযোগিতা এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ বান্দরবানে বিএনকেএস আয়োজিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সংলাপ সভা অনুষ্ঠিত বান্দরবানে ইটভাটার ২ শ্রমিক নিখোঁজঃ উদ্ধারে চলছে পুলিশের অভিযান কেএনএ প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান ভিক্ষুক পুনর্বাসনে নানা কার্যক্রম পরিচালনা করছে বান্দরবানের সমাজসেবা অধিদপ্তর বান্দরবানে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বান্দরবানে ১ পুলিশ সদস্যের আত্মহত্যা চেষ্টা


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০২ : অপরাহ্ণ 76 Views

বান্দরবানে পুলিশ লাইনের ব্যারাক থেকে লাফ দিয়ে রাশেদুল ইসলাম (২৮) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন।মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় বান্দরবান সদরের বালাঘাটা পুলিশ লাইনে এ ঘটনা ঘটে।এসময় তার দুই পা ভেঙ্গেছে বলে জানা যায়।প্রথমে তাকে গুরুতর অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।আহত পুলিশ সদস্য রাশেদুল ইসলাম জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার আব্দুস ছালামের ছেলে।তিনি বান্দরবান পুলিশ লাইনে কর্মরত ছিলেন।পুলিশ সূত্রে জানা যায়,কনস্টেবল রাশেদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।পুলিশ লাইন হাসপাতালে তার চিকিৎসা চলছিল।শনিবার সন্ধ্যায় তিনি হঠাৎ ব্যারাকের ভবন থেকে লাফ দেন।এতে তার দুই পায়ের গোড়ালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.দীলিপ চৌধুরী ঢাকা মেইলকে জানান,সন্ধ্যা ৭টার দিকে দুই পা ভাঙা অবস্থায় আহত পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়।প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ বিষয়ে বান্দরবান জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার বলেন,আহত পুলিশ সদস্য মানসিক সমস্যায় ভুগছিলেন।এর আগেও তিনি চিকিৎসা নিয়েছিলেন।পারিবারিক সমস্যার কারণে মানসিক চাপে পড়ে তিনি পুলিশ লাইনের ব্যারাকের তিনতলা ভবন থেকে লাফ দেন।এতে তার দুই পায়ের গোড়ালি থেতলে যায়।বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!