

বান্দরবানে নানা আয়োজনে সনাতন ধর্মালম্বীরা ভগবান শ্রী কৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষে উদযাপন করছে জন্মাষ্টমী উৎসব।সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে বান্দরবানে তিনদিনব্যাপী নানা অনুষ্টানমালার আয়োজন করেছে বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদ।শুক্রবার (১৫ আগস্ট) সকালে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বান্দরবান রাজার মাঠে শ্রী শ্রী কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়।এই সময় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে জন্মাষ্টমী উৎসবের শুভ উদ্বোধন করেন বাঙ্গালহালিয়া জোতিশ্বর বেদান্ত মট ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ ব্রহ্মচারী মহারাজ।অনুষ্টানে এসময় বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের আহবায়ক নিখিল কান্তি দাশ,সদস্য সচিব আনন্দ দাশ,কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ২৫ এর সভাপতি রিটল বিশ্বাস,সাধারণ সম্পাদক অলক ধরসহ সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বান্দরবানে তিনদিনব্যাপী চলবে হরিনাম সংকীর্তন,আলোচনাসভা,ভাগবত কথা পাঠ,সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন।আগামী ১৭আগষ্ট মহানামযজ্ঞের পূর্ণাহুতি,নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই জন্মাষ্টমী উৎসবের সমাপ্তি ঘটবে।