

নানা কর্মসূচির মধ্যদিয়ে বান্দরবান পার্বত্য জেলায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মেঘলা বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি সম্মান জানানো হয়।এরপর সকাল ৯টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে পুলিশ,আনসার, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স,স্কাউটসহ বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শরীর চর্চা প্রদর্শন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।এসময় মহান বিজয় দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি এবং পুলিশ সুপার মো.আবদুর রহমান।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মনজুরুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেব,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফরহাদ সরদার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনিসহ সরকারী বেসরকারী উর্দ্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
পরে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শামীম আরা রিনি এর সভাপতিত্বে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বান্দরবান পুলিশ সুপার মো.আবদুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মনজুরুল হক,বীর মুক্তিযোদ্ধা মো.আবুল কাশেম।
এসময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন আত্মদানকারী জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।







