

১৬ জুলাই “জুলাই শহিদ দিবস” পালন উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দিবসটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক শামীম আরা রিনি এর সভাপতিত্বে এসময় সভায় পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মনজুরুল হক,মো.আবু তালেব, পার্বত্য জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট আবুল কালাম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বলেন,শিক্ষার্থীরা বাংলাদেশকে সংস্কার করার জন্য ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ফ্যাসিস্ট সরকারকে জুলাই আন্দোলনের মাধ্যমে পতন করেছে, আর তাদের আত্মত্যাগের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে যেটি আমাদের ধরে রাখতে হবে, আর সবাইকে দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে।সভায় জুলাই আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং আন্দোলনে আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বক্তারা।