

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবানে শুরু হয়েছে তিনদিনব্যাপী বিজয় মেলা।সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় জেলা প্রশাসকের প্রাঙ্গনে বেলুন উড়িয়ে মেলার আনুষ্টানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি ও পুলিশ সুপার মো.আবদুর রহমান।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস,এম,হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জালাল মো.আশফাকসহ সরকারী বিভিন্ন প্রতিষ্টানের উর্ধতন কর্মকর্তা ও সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
এবারের মেলায় চারু,কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন শিল্প পণ্যের পাশাপাশি দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন পণ্য নিয়ে প্রায় অর্ধশতাধিক স্টল নিয়ে ব্যবসায়ীরা মেলায় অংশ নিচ্ছে।আগামী ১৭ই ডিসেম্বর রোজ বুধবার বিকেলে মেলায় অংশগ্রহণকারী বিজয়ী স্টলের স্বত্তাধিকারীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এবারের বিজয় মেলার সমাপ্তি হবে।







