

“নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি ,নিজের জমি সুরক্ষিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে ভূমি মেলা।ভূমি মেলা উপলক্ষ্যে রবিবার (২৫ মে) সকালে বান্দরবান জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপেজলা প্রশাসনের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।পরে উপজেলা প্রশাসনের প্রাঙ্গনে বেলুন ও ফিতা কেটে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
পরে সদর উপেজলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।এসময় অনুষ্টানে অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা,অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুরুল হক,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতান খান হীরামনিসহ সরকারি বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,আমাদের সকলের নিজ নিজ ভূমি সম্পকে সঠিক জ্ঞান থাকতে হবে।কোন ভূমি ক্রয় বিক্রয়ে সঠিক ক্রেতা বিক্রেতার সাথে আর্থিক লেনদেন করতে হবে। বক্তারা আরো বলেন,ভূমি ক্রয়ের পাশাপাশি নিয়মিত আমাদের সকলকে ভূমি কর পরিশোধ করতে হবে।সরকার ভূমি অফিসের সেবা কার্যক্রম সহজ করার জন্য নানা উদ্যোগ নিয়েছে আর এর মাধ্যমে ভূমি ক্রয় বিক্রয়ে সাধারণ জনগণ এখন নানান ধরণের ভোগান্তী থেকে মুক্তি পাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করে বক্তারা যেকোন ভূমি সমস্যায় ভূমি অফিসে সরাসরি যোগাযেগের জন্য আহবান জানান।আয়োজক সুত্রে জানা যায়,২৫মে থেকে ২৭মে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত এই ভূমি মেলা চলবে।আর এই মেলার মাধ্যমে সাধারণ জনগণকে ভূমি সংক্রান্ত নানা পরামর্শ ও সেবা প্রদান করবে ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।