এই মাত্র পাওয়া :

বান্দরবানে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর পথসভায় মানুষের ঢল


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১৬ নভেম্বর, ২০২৫ ১:৪৮ : পূর্বাহ্ণ 16 Views

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন প্রার্থীদের দিনরাত এক হয়ে গেছে।এরই মধ্যে বিএনপি, জামায়াতে ইসলাম সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন।নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বান্দরবান-৩০০ নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী প্রথম বারের মতো নির্বাচনী পথ প্রচারণা বা জনসংযোগ শুরু করেছেন।শনিবার (১৫ নভেম্বর) সকালে লামা-আলীকদম উপজেলা সদরসহ আশপাশের এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন তিনি।এর আগে, উপজেলার আজিজনগর,ফাইতং এলাকায় পথ সভায় অংশ নেন তিনি।পথসভায় সাচিংপ্রু জেরী বলেন,বান্দরবানের মানুষের অধিকার প্রতিষ্ঠা,উন্নয়ন ও শান্তি ফিরিয়ে আনাই আমার প্রধান লক্ষ্য।জনগণ যদি আমাকে ধানের শীষ মার্কায় ভোট দেয় আমি এ অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করবো।এ সময় তিনি,বিভিন্ন ব্যর্থতার চিত্র তুলে ধরে পরিবর্তনের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।এদিকে বিএনপির স্থানীয় নেতারা মনে করছেন,প্রথম পথসভায় মানুষের উপস্থিতি বিএনপি প্রার্থীর পক্ষে ইতিবাচক সাড়া তৈরি করেছে।আগামী নির্বাচনে বিপুল ভোটে সাচিং প্রু কে জয়যুক্ত করে বান্দরবানের এই আসনটি দেশ নেত্রী খালেদা জিয়াকে উপহার দিতে পারবে বলে আশা ব্যক্ত করেন বিএনপির নেতাকর্মীরা।পথসভা শেষে লামা-আলীকদমের সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।এছাড়াও, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন বান্দরবানের রাজনীতিতে বরেণ্য এই রাজনীতিবিদ।এদিনের পথসভা ও সমাবেশে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক ওসমান গনি,যুগ্ন আহবায়ক মুজিবুর রশিদ,মশিউর রহমান মিটন,জাহাঙ্গীর আলম,জেলা মহিলা দল সভাপতি কাজী নিরুতাজ বেগম,জেলা যুবদল সভাপতি জহির উদ্দিন মাসুমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং উপজেলা নেতৃব়ন্দ এসময় উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর