

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান (নির্বাচনী এলাকা-৩০০নং আসন) এ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বান্দরবান জেলা বিএনপি এর আহবায়ক বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরীকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে।দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে চুড়ান্ত মনোনয়নপত্র সাচিং প্রু জেরীর হাতে তুলে দেন।মনোনয়নপত্রে উল্লেখ করা হয়,দলের নিবন্ধন নম্বর ০০৭ অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি বান্দরবান ৩০০নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্রে ২০ ডিসেম্বর ২০২৫ উল্লেখ করে ভোটার নম্বর সংযুক্ত চুড়ান্ত মনোনীত প্রার্থীকে দলীয় মনোনয়ন পত্রটি হস্তান্তর করলো।দলীয় সূত্র জানায়,বান্দরবান আসনকে সামনে রেখে ইতোমধ্যে বিএনপি সাংগঠনিকভাবে সক্রিয় কার্যক্রম পরিচালনা করছে এবং পাড়ায় পাড়ায় গণসংযোগ চালিয়ে যাচ্ছে।তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা এবং সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করার পরিকল্পনাকে সামনে রেখে বান্দরবানের বিএনপি নানামূখী কার্যক্রম পরিচালনা করছে।একই সঙ্গে মনোনীত প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর প্রস্তুতিও নিচ্ছে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেত়বৃন্দরা।চুড়ান্ত মনোনয়ন প্রাপ্তির পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বান্দরবানের নেতাকর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফেসবুক বার্তাও দিচ্ছেন।দল যে আস্থা নিয়ে সাচিং প্রু জেরীকে মনোনয়ন দিলো তা রক্ষা করতে বান্দরবানের নেতাকর্মী ও সমর্থকরা সর্বোচ্চ চেষ্টা করবে বলেও নানাভাবে প্রত্যয় জানাচ্ছে।এছাড়াও বিএনপির মনোনয়ন ঘোষণার খবরে বান্দরবান জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।







