

ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক ওসমান হাদী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর সংঘটিত হামলার প্রতিবাদে জড়িত দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে প্রতিবাদ মিছিল বান্দরবান শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপির আহবায়ক ও ৩০০ নং (বান্দরবান) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী।এসময় বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মো,ওসমান গণি,জেলা বিএনপি এর সাবেক সহসভাপতি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সা শৈ প্রু,মজিবুর রশিদ,মশিউর রহমান মিটন ও জাহাঙ্গীর আলম।এছাড়াও পৌর বিএনপির সাবেক সভাপতি নাছির উদ্দীন চৌধুরী,জেলা মহিলা দলের সভানেত্রী কাজী নিরুতাজ বেগম,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হায়দার বাবলু,জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম,জেলা কৃষক দলের সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপন এবং জেলা ছাত্রদলের সভাপতি আবু বক্কর প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।বক্তারা বলেন,দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে বিরোধী মত ও প্রার্থীদের ওপর হামলা চালানো হচ্ছে।এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।অন্যথায় শান্তিপূর্ণ আন্দোলন আরও কঠোর কর্মসূচিতে রূপ নেবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।







