

জেলা পর্যায়ে সরকারী,বেসরকারী প্রতিষ্ঠান,প্রথাগত হেডম্যান-কারবারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে আইনগত সহায়তা ও রেফারেন্স পদ্ধতি অনুসরনে করনীয় শীর্ষক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিএনকেএস কার্যালয়ের কনফারেন্স কক্ষে আইনগত সহায়তা বিষয়ে সচেতনততামূলক সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার হোসনে আরা বেগম (সিনিয়র সহকারী জজ)।বিএনকেএস সভানেত্রী নেমকিম বম এর সভাপতিত্বে আয়োজিত সংলাপ সভার শুরুতেই বিএনকেস এর উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা ডিয়াকোনিয়া এর সহায়তায় থানচি এবং বান্দরবান সদর উপজেলায় নারীর নিরাপত্তা এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিএনকেএস গৃহীত বিভিন্ন কার্যক্রম এর সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন।এসময় প্রধান অতিথির বক্তব্যকালে জেলা লিগ্যাল এইড অফিসার হোসনে আরা বেগম বলেন,নারীদের প্রতি সহিংসতার বিচার নিশ্চিতে জেলা লিগ্যাল এইড অফিস এর কার্যক্রম বাড়ছে।নতুন করে জেলা অফিসগুলোতে জনবল নিয়োগের প্রক্রিয়া খুব দ্রুত দৃশ্যমান হবে।এসময় তিনি আরও উল্লেখ করেন,জেন্ডার ভিত্তিক যেকোনও সহিংসতা প্রতিরোধে পারিবারিক সচেতনতা গুরুত্বপূর্ন।নিজের পরিবার থেকেই যদি আমরা সচেতন হই এবং তা সমাজে ছড়িয়ে দিতে পারি তাহলেই এমন সহিংসতা কমানো সম্ভব।সিনিয়র সহকারী জজ হোসনে আরা বেগম আরও বলেন,কর্মক্ষেত্র,পরিবার,শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্র নারীরা প্রায়ই বৈষম্য ও নির্যাতনের সম্মুখীন হন।বিশেষ করে নারীর প্রতি সহিংসতা,যৌন হয়রানি,বাল্যবিবাহ এবং পারিবারিক নির্যাতন এখনও আমাদের সামাজের গভীরে অবস্থান করছে।এই সমস্যা শুধু শহরেই নয়,গ্রামীণ এলাকাতেও বিদ্যমান।এটি একটি সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে।যেখানে নারীরা অনেক সময় তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হন।তাই নারীদের সুরক্ষা নিশ্চিত করতে হলে সরকারের পাশাপাশি আমাদেরও সবাইকে সচেতন হতে হবে।যৌতুক কে একযোগে না বলতে হবে।সংলাপ সভায় অংশগ্রহনকারী নারী প্রতিনিধিরা সাম্প্রতিক সময়ে ধর্ষন ও নারীর প্রতি নানা ধরনের সামাজিক নির্যাতন বেড়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন।এছাড়াও নারীদের জন্য নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করায় বিএনকেএস এর কার্যকরী ভূমিকার প্রতি গভীরভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।এসময় এক নারী ইউপি সদস্য আত্মরক্ষার কৌশল নিশ্চিতে কারাতে প্রশিক্ষণ এর ব্যবস্থা ও উদ্যোগ গ্রহনে বিএনকেএস এর প্রতি আহবান জানান।জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য লুৎফুর রহমান (উজ্জ্বল),জামছড়ি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ক্য সিং শৈ মারমাসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ,জনপ্রতিনিধি,হ্যাডমেন ও কারবারীসহ নানা শ্রেনী পেশার অংশীজনরা এসময় উপস্থিত ছিলেন।