এই মাত্র পাওয়া :

শিরোনাম: বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ‘জুলাই যোদ্ধাদের কথন’ শীর্ষক আলোচনা সভা মেধাবী শিক্ষার্থী ছাইনুমে মারমার পাশে দাঁড়লো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জুলাই পুর্নজাগরণঃ রোয়াংছড়িতে জেলা তথ্য অফিসের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৪তম বর্ষপূর্তি উদযাপিত বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত উক্যছাইং মার্মাকে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন রোয়াংছড়িতে তরুণকে পাথর ছুড়ে মেরে হত্যাঃ লাশ খালে ফেলে দেওয়ার অভিযোগ জুলাই পুনর্জাগরণ ও জুলাই গণঅভ্যুত্থানঃ বান্দরবানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বান্দরবানে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২১ ডিসেম্বর, ২০২৩ ৪:৪৯ : পূর্বাহ্ণ 237 Views

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের দ্বারা সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।২০ডিসেম্বর (বুধবার) সকালে বান্দরবান জেলা নির্বাচন অফিসের আয়োজনে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজে জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন এর সভাপতিত্বে দুইদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।এসময় পুলিশ সুপার সৈকত শাহীন,সহকারী রির্টানিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মীরা,সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.শহীদুল ইসলামসহ প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারগণ উপস্থিত ছিলেন।

কর্মশালায় জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন সকল কর্মকর্তাকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য দুইদিনের এই প্রশিক্ষণে যথাযথভাবে নিয়মকানুন সর্ম্পকে প্রশিক্ষণ নিতে আহবান জানান এবং ভোট কেন্দ্রে যাতে কোনরকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্ঠি না হয় সেজন্য সকলকে সজাগ থাকার আহবান জানান।দুইদিনের এই প্রশিক্ষণে ৪৯জন প্রিজাইডিং কর্মকর্তা,১৮৪ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা,৩৬৭ জন পোলিং কর্মকর্তাসহ মোট ৬০০জনকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে আর এই প্রশিক্ষণ শেষ হবে ২১ ডিসেম্বর।

প্রসঙ্গত: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০নং বান্দরবান পার্বত্য জেলা আসনে আওয়ামীলীগের টানা ৬বারের নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এর সাথে প্রতিদ্বন্দিতা করছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে এটি এম শহীদুল ইসলাম।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের সাত উপজেলার দুই পৌরসভা ও ৩৪টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা দুই লাখ ৮৮ হাজার ২৯ জন।এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪৮হাজার ৫৮৩জন ও নারী ভোটার ১লাখ ৩৯ হাজার ৪৪৬ জন। ১৮২টি কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ৭২৭টি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
August 2025
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!