

“প্রযুক্তি মমতায়,কল্যাণ ও সমতায় আজ আস্থা সমাজসেবায়” এ প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় বান্দরবানেও জেলা পরিষদ,জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।শনিবার (৩রা জানুয়ারি) সকালে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয় এবং জেলার প্রধান প্রধান সড়কে একটি ওয়াকাথান র্যালি অনুষ্ঠিত হয়।এদিন দিবসের তাৎপর্য নিয়ে কেএসআই মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এছাড়াও বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বান্দরবান সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদারের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিলটন মুহুরী।জেলা পরিষদ সদস্য ও সমাজসেবা বিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক ম্যা ম্যা নু মার্মা এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মনজুরুল হক,বান্দরবান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা,প্রযুক্তির সঠিক ব্যবহার ও মানবিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমে সমাজসেবা কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করার আহ্বান জানান।







