

নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে পার্বত্য শান্তি চুক্তি’র অগ্রযাত্রার ২৮তম বর্ষপূর্তি।মঙ্গলবার (২ ডিসেম্বর) বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিটিউট প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠান এর শুভ সুচনা করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।এসময় সেনাবাহিনীর বান্দরবান জোন এর কমান্ডার লে.কর্ণেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি,সেনা রিজিয়নের জিএসও টু মেজর পারভেজ রহমান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম হাসান,অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা,পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামসহ সরকারি বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আয়োজিত এসব অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করছে বান্দরবান সেনা রিজিয়ন।পরে দিবস উপলক্ষে কেএসআই অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন,১৯৯৭ সালে শান্তিচুক্তি সাক্ষরিত হবার পূর্ববর্তী সময়কালে বহু দুঃখ-কষ্ট এবং নানাবিধ বঞ্চনার ভেতর দিয়ে পার্বত্যবাসীকে দিন কাটাতে হয়েছে।অশান্ত পাহাড় শান্তি চুক্তির মাধ্যমে শান্তি ফিরে পেয়েছে।চুক্তির পর এই পার্বত্য এলাকাটি বিশেষায়িত একটি অঞ্চলে পরিনত হয়েছে।দীর্ঘদিনের বঞ্চিত পাহাড়ে উন্নয়ন হচ্ছে।শিক্ষাখাতে আমূল পরিবর্তনের দেখা মিলেছে।এই সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি।এসময় তিনি সকলকে শান্তি ও সম্প্রীতি নিয়ে বসবাস করার আহ্বান জানান।আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা পরিষদের সার্বিক তত্বাবধানে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।এরই অংশ হিসেবে বান্দরবান সদর হাসপাতালে রক্তদান কর্মসূচিসহ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।







