

বান্দরবানে বিশ্ব বসতি দিবস-২৫ উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন ও বান্দরবান গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ অক্টোবর) সকালে ‘পরিকল্পিত উন্নয়নের ধারা,নগর সমস্যায় সাড়া’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসন কার্যালয়ে পৌছে র্যালিটি সমাপ্ত হয়।পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বান্দরবান গণপূর্ত বিভাগ এর নির্বাহী প্রকৌশলী অভিজিৎ চৌধুরী এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আবু তালেব,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম.এম হাসান,প্রকৌশলী সুমিত রয়সহ সাংবাদিক, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বসতি সংকট নিরসন, পরিবেশ সংরক্ষণ ও সমন্বিত নগর ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।উল্লেখ্য,বিশ্বজুড়ে নিরাপদ নগর এবং মানসম্মত বাসস্থান বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে ১৯৮৫ সালে জাতিসংঘ কর্তৃক বিশ্ব বসতি দিবস পালনের সিদ্ধান্ত গৃহিত হয় এবং ১৯৮৬ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।