

পার্বত্য জেলা বান্দরবানে নানা আয়োজনে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের রাজবাড়ী মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সাচিংপ্রু জেরী,সাবেক সংসদ সদস্য ম্যামাচিং,জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি,মুজিবুর রশিদ, বিএনপি নেতা জসিম উদ্দিন তুষার,জাহাঙ্গীর আলম,জেলা মহিলা দল সভাপতি কাজী নিরুতাজ বেগম,জেলা যুবদল সভাপতি জহির উদ্দিন মাসুম প্রমুখ।এছাড়াও সভায় জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।এদিকে আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে বিএনপির দু’ গ্রুপের মধ্যে কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে হাতাহাতি সংগঠিত হবার খবর মিলেছে।এতে দু’জন নেতাকর্মী আহত হন।পরে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়ন করা হয়।হাতাহাতির এক পর্যায়ে সমাবেশ স্থল ছেড়ে বের হয়ে যান জেলা বিএনপি এর সদস্য সচিব জাবেদ রেজাসহ তার অনুসারীরা।পরে পরিস্থিতি শান্ত হলে তিনি আবার মঞ্চে ফিরে আসেন।কয়েক মিনিটের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়লেও বড় ধরনের কোনও ঘটনা ঘটেনি।
এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম বলেন,সমাবেশে বিভিন্ন সংগঠনের ভুল বুঝাবুঝিতে হাতাহাতির ঘটনা ঘটেছে।হাতাহাতির ঘটনা শোনা মাত্রই মঞ্চ থেকে মাইকে নির্দেশনা দেই এবং ঘটনাস্থলে যদি যুবদলের কেউ থাকে তাদেরকে মঞ্চে চলে আসার জন্য আহ্বান জানানো হয়।পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।