বান্দরবানে টিকা কার্যক্রম শুরু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৭ ফেব্রুয়ারি, ২০২১ ৯:৪৮ : অপরাহ্ণ 336 Views
বান্দরবানে করোনা টিকাদান কর্মসূচী শুরু হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারী) সকালে বান্দরবান স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলার ৭টি উপজেলাতে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।
সকালে বান্দরবান সদর হাসপাতালে ফিতা কেটে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছিমান পারভীন তিবরীজি। পরে করোনা টিকাদান কর্মসূচী উপলক্ষে সকাল ১১টায় সদর হাসপাতালে প্রথম করোনার টিকা গ্রহণ করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।
এরপরই বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: আবু হানিফ,জেলা লিগ্যাল এইড অফিসার মো:আবুল মনসুর সিদ্দিকি,সিনিয়র সহকারী জজ ঝুমু সরকার,পার্বত্য জেলা পরিষদ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এটি এম কাউছার হোসেনসহ অনেকে এসময় টিকা গ্রহণ করে।
বান্দরবানের স্বাস্থ্য বিভাগের তথ্যমতে,বান্দরবানে ১২শ ভায়াল টিকা আনা হয়েছে এবং টিকা গ্রহণের জন্য এই পর্যন্ত ৬শত ৩৮জন রেজিষ্ট্রিশন করেছে এবং প্রথমদিনে বান্দরবান সদর হাসপাতালের বুথে ৬৪ জন ও সেনানিবাস এলাকায় ৫০জনকে এই করোনার ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!