

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে নানা আয়োজনে মহান বিজয় দিবস-২৫ উদযাপিত।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জেলা পরিষদ চত্বরস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।এদিন দুপুরে কেএসআই অডিটোরিয়ামে আলোচনা সভা,বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।জেলা পরিষদের মুখ্য নির্বাহী মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. সানাইপ্রু ত্রিপুরা।জেলা পরিষদ সদস্য এড.মুহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ নাছির উদ্দিন,লাল জারলম বম,ন্যস্তবিভাগ সমূহের প্রধানগণ,সাংবাদিক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,পরিষদের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বলেন,বীর মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান।তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সংবর্ধনা দিতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।







