বান্দরবানে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারনা অভিযান


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২৫ অক্টোবর, ২০২৫ ৯:০৯ : অপরাহ্ণ 225 Views

বান্দরবানে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারনা অভিযান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ অক্টোবর) ইউএনডিপি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ যৌথভাবে পরিচালিত জীববৈচিত্র্য সংরক্ষণ উপ-প্রকল্প (Piediversity Ecosystems Restoration for Community Resilience in CHT (BERCR) কর্তৃক বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজ এ জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারনা অভিযান/ক্যাম্পেইন আয়োজন করা হয়।এসময় বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজ এর ৯৫ জন ছাত্র-ছাত্রী,শিক্ষক মন্ডলী ও সাংবাদিকসহ মোট ১২০জন উক্ত প্রচারনা অভিযানে অংশগ্রহণ করেন।ক্যাম্পেইন এ উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নাংফ্রা খুমী, প্রকল্পের জেলা কর্মকর্তা রামবাদু ত্রিপুরা (স্টিভ),ক্যাপাসিটি বিল্ডিং অফিসার অংসাইন,ইউএনডিপি জেলা প্রতিনিধি সামিউল আলম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যসিংমং মারমাসহ বিভিন্ন শিক্ষকবৃন্দ এবং প্রকল্প কর্মকর্তারা।জীববৈচিত্র্য ও প্রতিবেশ সেবা রক্ষা এবং পরিবেশ সুরক্ষা নিয়ে শিক্ষাথীদের সচেতনতাবৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপি ক্যাম্পেই কর্মসূচীটি নৃত্য পরিবেশনা দিয়ে শুরু করা হয়।পর্যায়ক্রমে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা,জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষা প্রতিশ্রুতি স্বাক্ষর,ছাত্র-ছাত্রীদের উপস্থিত বক্তব্য,কুইজ প্রতিযোগিতা,স্কুল প্রাঙ্গনে রোপন করা বৃক্ষ পরিদর্শন ও গাছ বন্ধু দল গঠনসহ নানা মনোরম আয়োজন শেষে বিজয়ী প্রতিযোগী ও অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের প্রচারাভিযান সমাপ্ত করা হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রকল্পের জেলা কর্মকর্তা স্টিভ ত্রিপুরা বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ।জীব বৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় সচেতন শিক্ষার্থীরাই পারবে আগামীর দিনে এই পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে।আমরা ৭টি উপজেলায় প্রকল্প এলাকাভুক্ত পাড়া ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৩৩টি সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারনা অভিযান পরিচালনা করবো।আজকে এই জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের মাধ্যমে আমাদের অভিযান শুরু হলো।ইউএনডিপি এর জেলা প্রতিনিধি সামিউল আলম বলেন, জলবায়ু পরিবর্তন প্রেক্ষিতে জনগণের সক্ষমতা অর্জনে ও পরিবেশ রক্ষায় ইউএনডিপি দীর্ঘদিন কাজ করে আসছে।জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষা হলে জনগণের স্থায়িত্বশীল জীবন-মান উন্নয়ন সম্ভব।তাই ইকোসিস্টেম রেস্টোরেশন এন্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ইন সিএইচটি শীর্ষক প্রকল্পের অর্থায়নে তিন পার্বত্য জেলায় জেলা পরিষদের সাথে যৌথভাবে এসব প্রকল্প বাস্তবায়ন করছে।ক্যাম্পেইন এর উদ্বোধনী বক্তব্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নাংফ্রা খুমী বলেন,এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের হাতে-কলমে শিখার সুযোগ তৈরি করে,তারা এই শিক্ষণ পরিবেশে সচেতন হয়ে ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন প্রতিরোধে এবং পরিবেশ সুরক্ষায় ভূমিকা পালন করতে পারবে।বিভিন্ন কর্মসূচি শেষে বিজীয় প্রতিযোগী ও অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যসিংমং মারমা আয়োজক প্রকল্প টিম,অতিথি ও অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সবশেষে ছাত্র-ছাত্রীসহ সকল অংশগ্রহনকারীর জন্য পুষ্টিকর খাবার খিচুড়ি আনন্দভোজনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি টানা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর