

বান্দরবানে জেলা তথ্য অফিসের আয়োজনে তারুণ্য নির্ভর উন্নত বাংলাদেশ গঠনে “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ নভেম্বর) যুব উন্নয়ন প্রশিক্ষণ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন এর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এম,এম,হাসান।অনুষ্ঠানে প্রধান অতিথি এর বক্তব্যকালে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন,তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশে মূল চালিকাশক্তি।তাদের মানবিক গুনাবলী সম্পন্ন নাগরিক হতে হবে এবং নিজেদের মধ্যে থেকেই নিজেদের ইতিবাচক পরিবর্তন আনতে হবে।বিদ্যমান সংকীর্ণ ও স্বার্থপর মানসিকতার পরিবর্তন হলেই পুরো দেশের আমূল পরিবর্তন সম্ভব হবে।এসময় তিনি,সম্প্রীতি রক্ষা ও কর্মমূখী শিক্ষার প্রতি তরুণদের মনোযোগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।তরুনদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে যাতে দেশ ও দেশের মানুষ দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে।পড়ালেখার পাশাপাশি বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।জেলা প্রশাসক আরও বলেন,তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেটকে কাজে লাগিয়ে দেশে তৈরি হয়েছে এক নতুন ধরণের উদ্যোগ যা ডিজিটাল উদ্যোক্তা সংস্কৃতির সূচনা করেছে।সুতরাং আমাদের তরুণ প্রজন্মকে তাদের উদ্ভাবনী চিন্তাভাবনা,প্রযুক্তিগত দক্ষতা ও সমস্যার বাস্তব সমাধানের মাধ্যমে আত্মকর্মসংস্থানের যে অবারিত সুযোগ সৃষ্ঠি হয়েছে এটা কে কাজে লাগাতে হবে।সবচেয়ে জরুরী বিষয়টি হলো সবার আগে নিজেকে বদলাতে হবে তাতে নিজের দেশটাও বদলাবে।এ সময় জেলা প্রশাসক,দেশের বৃহৎ তরুন জনগোষ্ঠীর ইতিবাচক ভূমিকা তুলে ধরেন এবং মানবিক গুনাবলীর বিকাশ ও দায়িত্ববোধ জাগ্রত করা সহ ইতিবাচক চিন্তার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহবান জানান।অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনে সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর এর উপপরিচালক মো.এনায়েত করিম,নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দত্ত,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,বাঙালী ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল।এছাড়াও সাংবাদিক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-অভিভাবকবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন শ্রেণি পেশার নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।







