
বান্দরবান এ আওয়ামীলীগ সরকার কর্তৃক মামলা, হামলা, জেল-জুলুম ও নানামুখী নির্যাতনের শিকার হওয়া বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের প্রতি সম্মান জানাতে বান্দরবান-৩০০ আসন এর বিএনপি মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষ থেকে এক সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বান্দরবান শহরের হিলভিউ কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপুত্র সাচিং প্রু জেরী।এদিন অনুষ্ঠানে বান্দরবান সকল উপজেলা থেকে মামলা-হামলা নির্যাতন ও হয়রানির শিকার ৭৫০ জন নেতাকর্মীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন বান্দরবান জেলা বিএনপি এর আহ্বায়ক সাচিং প্রু জেরী।এসময় নেতাকর্মীদের উদ্দেশ্য করে সাচিং প্রু জেরী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে মামলা,হামলা,জেল ও নির্যাতনের শিকার নেতা-কর্মীদের ত্যাগ ও সাহসিকতা বিএনপির গণতান্ত্রিক আন্দোলনের মূল চালিকা শক্তি।ভবিষ্যৎ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের ভূমিকা শক্তিশালী ও সুদৃঢ় রাখতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।এসময় বক্তারা বলেন,গত ১৭ বছর ধরে গণতন্ত্রকে স্তব্দ করে রাখা হয়েছে।বিএনপির নেতাকর্মীদের ওপর চালানো হয়েছে অব্যাহত হয়রানি,গুম,মিথ্যা মামলা ও দমন-পীড়ন।সেই কঠিন সময়ে যারা দলকে আঁকড়ে ধরে রাজপথে ছিলেন,তাদের ত্যাগ-সাহস ও অবদান কখনো বিস্মৃত হওয়ার নয়।অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দরা আরও বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের জনগণ পরিবর্তন ও গণতন্ত্রের পক্ষে ভোট দেবে।ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরী কঠিন সময়ে আমাদের পাশে থেকে সাহস যুগিয়েছেন।তিনি নির্বাচিত হলে বান্দরবানের উন্নয়ন,শান্তি ও অধিকার রক্ষায় অতীতের অন্যান্যদের চেয়েও বেশি কাজ করবেন বলে বিএনপি নেতাকর্মীরা তথা বান্দরবানের আপামর জনসাধারন এটা বিশ্বাস করেন।এসময় বান্দরবান জেলা বিএনপি এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণি,যুগ্ন আহ্বায়ক মুজিবুর রশিদ, আব্দুল মাবুদ,মশিউর রহমান মিটন,জাহাঙ্গীর আলম,আহ্বায়ক কমিটি সদস্য সাবিকুর রহমান (জুয়েল),জেলা মহিলা দল সভাপতি কাজী নিরুতাজ বেগম,জেলা কৃষকদল সভাপতি ইয়াসিনুল হক চৌধুরী রিপন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল,ছাত্রদলসহ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2025 Chttimes.com. All rights reserved.