

রবিবার (২৭ সেপ্টেম্বর) পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) এর সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা,প্রবারণা পূর্ণিমা ও সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত অনুষ্ঠিত মতবিনিময় সভায় বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি,রাজনৈতিক,সামাজিক,ধর্মীয়,ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ,সাংবাদিকগণ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মূল্যবান মতামত ব্যক্ত করেন।সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন,সকল ধর্ম-বর্ণের মানুষের শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান উদ্যাপন নিশ্চিত করতে বান্দরবান জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।বান্দরবান একটি বহু জাতি,ধর্ম, সংস্কৃতির জেলা।এখানে সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার ঐতিহ্য দীর্ঘদিন ধরে বিদ্যমান।এই ঐতিহ্য রক্ষায় আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ।আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য,আনসার বাহিনী ও স্বেচ্ছাসেবক মোতায়েন আছে জানিয়ে তিনি বলেন পূজা মণ্ডপ,বৌদ্ধ বিহার ও গুরুত্বপূর্ণ উপাসনালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা,কোনো ধরনের গুজব, অপপ্রচার বা উসকানিমূলক কর্মকাণ্ডে বিভ্রান্ত না হয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা এবং “সম্প্রীতির বান্দরবান” ঐতিহ্যকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য বজায় রাখার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।জরুরি প্রয়োজনে যোগাযোগ করুন-বান্দরবান পার্বত্য জেলা পুলিশ কন্ট্রোল রুম-০১৩২০১১০৮৯৮
জাতীয় জরুরি সেবা- ৯৯৯