বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন,বান্দরবান জেলা শাখার কর্মবিরতির সিদ্ধান্ত


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় :৩১ জানুয়ারি, ২০২০ ৯:৪১ : অপরাহ্ণ 1186 Views

আসন্ন এম.আর ক্যাম্পেইন ও আগামী ২২ শে ফেব্রুয়ারি রুটিন ইপিআই থেকে কর্ম বিরতির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন,বান্দরবান জেলা শাখা।বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন এর জাতীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ২ টায় বান্দরবান সদর হাসপাতালের কনফারেন্স হলরুমে মতবিনিময় ও আলোচনা সভার মধ্য দিয়ে কর্মবিরতির সিদ্ধান্ত ঘোষণা করা হয়।সংগঠনের বান্দরবান জেলা সভাপতি শহিদুল ইসলাম টিপু’র সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সলিল কান্তি ত্রিপুরা,ইয়াসিন শরীফ চৌধুরী,আমজাদ হোসেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম।সভায় ৭টি উপজেলার স্বাস্থ্য সহকারী,সহকারী স্বাস্থ্য পরিদর্শক,স্বাস্থ্য পরিদর্শকগনদের প্রতিনিধিগণ বেতন বৈষম্য নিরসন,বেতন আপগ্রেডেশনসহ টেকনিক্যাল পদমর্যাদার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান জেলাতেও আসন্ন এম.আর ক্যাম্পেইনের যাবতীয় কার্যক্রম এবং ২২শে ফেব্রুয়ারি রুটিন ইপিআইসহ যাবতীয় কার্যক্রম থেকে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত ঘোষণা করে বান্দরবান জেলার নেতৃবৃন্দরা।সভায় নেতৃবৃন্দরা বলেন,২২ বছর আগে তথা বিগত ৬-১২-১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টেকনিক্যাল পদমর্যাদা নিয়ে যে ঘোষণা দিয়েছিলো আমরা সেই ঘোষণার পুর্ন বাস্তবায়ন চাই।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!