প্রতীক বরাদ্দ ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :২২ জানুয়ারি, ২০২৬ ১২:৫০ : পূর্বাহ্ণ 14 Views

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বান্দরবান ৩০০ নং আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ কার্যক্রম এবং নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২১ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, বান্দরবানের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শামীম আরা রিনি।এসময় তিনি বলেন,একটি অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে সমাপ্ত করার জন্য ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় ম্যাস্ট্রিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এবং সকল প্রার্থী ও সমর্থক যাতে নির্বাচন কমিশনের নির্দেশনা সঠিকভাবে মেনে চলে তার জন্য আহবান জানান রিটার্নিং অফিসার শামীম আরা রিনি।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক, এস এম হাসান,মো.আবু তালেব,অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার,জেলা নির্বাচন কর্মকর্তা মো.কামরুল আলমসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকৃত বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জাতীয় পার্টির প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রার্থী সাচিং প্রু জেরী কে ধানের শীষ,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মো.আবুল কালাম আজাদকে হাত পাখা,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)এর প্রার্থী আবু সাঈদ মো.সুজাউদ্দীনকে শাপলা কলি এবং জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ এর পক্ষে তাঁর প্রতিনিধির হাতে লাঙ্গল প্রতীক প্রদান করেন রিটার্নিং অফিসার শামীম আরা রিনি।প্রসঙ্গত,বান্দরবান আসনে মোট ভোটার ৩ লক্ষ ১৫ হাজার ৪৪২ জন।যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬১ হাজার ৭৭৫ জন,মহিলা ভোটার ১ লক্ষ ৫৩ হাজার ৬৬৭ জন,হেলিসোটি ভোট কেন্দ্র ১১ টি।মোট ভোট কেন্দ্র রয়েছে ১৮৬টি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর