প্রতিভা বিকাশে শিল্পকলা একাডেমির ভূমিকা অনবদ্যঃ অধ্যাপক থানজামা লুসাই


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১০ নভেম্বর, ২০২৫ ২:৩০ : পূর্বাহ্ণ 177 Views

বান্দরবানে শিল্প,সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে অবদান রাখায় ১৫ গুণী ব্যক্তিকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়েছে।জেলা শহরের কেএসআই হলরুমে রবিবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা তুলে দেয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মো.নাছির উদ্দিন।প্রধান অতিথির বক্তব্যকালে অধ্যাপক থানজামা লুসাই বলেন, ‘গুণ প্রকাশ বা চর্চার পাঠশালা হলো শিল্পকলা একাডেমি।প্রতিভা বিকাশের জন্য শিল্পকলা একাডেমির ভূমিকা অনবদ্য।এসময় তিনি শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদানের এমন আয়োজন কে সাধুবান জানিয়ে মহৎ এই উদ্যোগ এর সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানান।যারা সম্মাননা পেয়েছেন তাদের সকলকে তিনি অভিন্দন জানান।সম্মাননা অনুষ্ঠানে বান্দরবান ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর পরিচালক মিজ নু ক্রা চিং,সদ্য বিদায়ী জেলা কালচারাল অফিসার মো.হামিদুর রহমান,নবাগত কালচারাল অফিসার সুদিপ্তা চক্রবর্তী,বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম (বাচ্চু)সহ বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক সংগঠক,সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সঞ্চালনা করেন এম.এ.মোমেন চৌধুরী।
আয়োজক সুত্রে জানা যায় শিল্পকলা একাডেমী সম্মাননা প্রদান অনুষ্ঠানে এবার ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৫ জন করে ১৫ জন গুনী শিল্পী,সংগঠক ও সংগঠনকে সম্মান প্রদান করলো বান্দরবান জেলা শিল্পকলা একাডেমী।এবারই প্রথম প্রান্তিক পর্যায়ের সর্বোচ্চ সংখ্যক গুনী শিল্পীকে সম্মাননা প্রদান করায় স্থানীয় শিল্পীসমাজ বান্দরবান জেলা শিল্পকলা একাডেমি এর এমন দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর