

বান্দরবানে আলোচিত চাঞ্চল্যকর খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সর্দার এক সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেন।তিনি জানান,বান্দরবান সদর থানার হত্যা মামলা নম্বর-৭,তারিখ ১৬ জানুয়ারি ২০১৫,ধারা ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ এর এজাহারনামীয় ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাবেকা (৩০)-কে থেকে গ্রেফতার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামির স্বামী মো.রফিক আহমদ।তার বাড়ি বান্দরবান পৌরসভার ৩নং ওয়ার্ডের কালাঘাটা বড়ুয়ারটেক এলাকায়।সংবাদ সম্মেলনে জানানো হয়,গত ২৪ জানুয়ারি”২৬ রাত আনুমানিক ১০টা ৫০ মিনিট থেকে ২৫ জানুয়ারি রাত আনুমানিক ২টা ৩০ মিনিট পর্যন্ত জেলা পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার শেরশাহ কলোনী এলাকায় অভিযান চালিয়ে দন্ডপ্রাপ্ত এই আসামিকে গ্রেপ্তার করা হয়।বান্দরবানের পুলিশ সুপার মো.আবদুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে-এর দিকনির্দেশনায় বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মো.শাহেদ পারভেজের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে এই আসামীকে গ্রেফতার করা হয়।সংবাদ সম্মেলনে আরো জানানো হয়,বিগত ২০১৫ সালের ১৬ জানুয়ারি সকাল আনুমানিক ৮টা থেকে দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে বান্দরবান সদর থানাধীন কালাঘাটা বুড়োয়ারটেক এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সানজিদা খাতুন তন্বী (০৯)-কে নির্মমভাবে হত্যা করা হয়।এ ঘটনায় দায়ের করা মামলায় আদালত সাবেকা আক্তার কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে যথাযথ নিয়মে সোপর্দ করা হবে বলে জানায় জেলা পুলিশ।







