

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির বান্দরবান জেলা পরিদর্শন,নির্বাচনী প্রশিক্ষণ অবলোকন,পুলিশের বিভিন্ন স্থাপনা উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.আহসান হাবীব পলাশ বান্দরবান পার্বত্য জেলা পরিদর্শন করেছেন।পরিদর্শনকালে তিনি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,বান্দরবানে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের ক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত চলমান প্রশিক্ষণ কর্মশালা (চতুর্থ পর্যায়) পর্যবেক্ষণ করেন।প্রশিক্ষণার্থী এবং প্রশিক্ষকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন,আসন্ন নির্বাচন বিভিন্ন কারণে অনেক গুরুত্বপূর্ণ।নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার জন্য পুলিশের করনীয় বর্জনীয়সহ নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে পুলিশকে স্বচ্চ ধারণা দেয়ার জন্য এ প্রশিক্ষণ মডিউলটি তৈরি করা হয়েছে যা নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি করবে।এসময় তিনি প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে দিক-নির্দেশনা প্রদান করেন।এরপর ডিআইজি পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের সাথে কল্যাণ সভায় অংশগ্রহণ করেন।বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।
এরপর তিনি জেলা পুলিশ লাইন্সে সংস্কার ও আধুনিকায়নকৃত পুলিশ লাইন্স মেস,পুলিশ লাইন্স জিমনেসিয়াম,নতুন এমটি শেড এবং বান্দরবান কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে স্থাপিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করেন।এরপর পুলিশ লাইন্স মেসে ফোর্স ও আমন্ত্রিত অতিথিদের সাথে প্রীতিভোজে অংশ নেন।এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইসহ জেলার বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যরা,অন্যান্য আমন্ত্রিত অতিথি এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন।







