পার্বত্য চট্রগ্রাম এখন সোলার প্যানেল এর আলোয় আলোকিতঃ মন্ত্রী বীর বাহাদুর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৯ মে, ২০২৩ ৮:৫৯ : অপরাহ্ণ 347 Views

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন,এক সময়ের দুর্গম পার্বত্য চট্টগ্রাম এখন অন্ধকার ঘুচিয়ে সোলার প্যানেল এর আলোয় আলোকিত হয়ে উঠেছে।পাহাড়ের যেসব দুর্গম এলাকায় একসময় বিদ্যুৎ ছিল না,সেসব এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে তিন পার্বত্য জেলায় ৪২ হাজার ৫০০ পরিবারকে বিনামূল্যে সোলার বিতরণ এর মাধ্যমে আলোর ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার ( ১৯ মে) সকালে বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্য ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এলাকাবাসীর মধ্যে সোলার প্যানেল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।এ সময় তিনি বলেন,দুর্গম পার্বত্য এলাকাগুলোতে সোলার এর মাধ্যমে বিদ্যুৎ পৌঁছানোর কারণে সেখানকার মানুষ দুর্গমতা কাটিয়ে এখন ডিজিটাল বাংলাদেশের সব প্রকার সুযোগ-সুবিধা ভোগ করতে পারছে।

আগামীতে ও পার্বত্য এলাকার যেসমস্ত এলাকায় বিদ্যুৎ নেই সেসব এলাকায় বিনামূল্যে সোলার সিস্টেম প্রদানের আশ্বাস দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।এসময় মন্ত্রী বান্দরবান জেলায় শিক্ষার মান উন্নয়নে সরকার এর নানা উদ্যোগ এর কথা তুলে ধরেন।এসময় তিনি বান্দরবান এর ছয়টি উপজেলায় কলেজ স্থাপিত হলেও আলীকদম উপজেলায় কেনও কলেজ হলো না তা নিয়েও প্রশ্ন তোলেন।তিনি বলেন,আলীকদম এর নেতাদের অদুরদর্শীতার কারনেই এখানে কলেজ প্রতিষ্ঠা হয়নি।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার হোম সিস্টেম প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ সচিব) হারুন অর রশীদ,জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মো.লুৎফুর রহমান,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাতসহ জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আলীকদম উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৩৮টি পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম প্যানেল বিতরণ করা হয়।যার মাধ্যমে বান্দরবানে ২য় পর্যায়ের কার্যক্রম সম্পন্ন হয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায়,তিন পার্বত্য জেলায় ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন (৩ বছর) পর্যন্ত ৪২ হাজার ৫০০ পরিবারের মাঝে বিনামূল্যে সোলার হোম সিস্টেম ও সোলার কমিউনিটি সিস্টেম বিতরন কার্যক্রম চলমান রয়েছে।পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়িত এই সোলার বিতরণ এর মধ্য দিয়ে পার্বত্য চট্রগ্রাম এর বিভিন্ন দুর্গম এলাকা সোলার প্যানেল এর আলোয় আলোকিত হয়ে উঠছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!