

বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী রেংনয়া মুরুং এর নিখোঁজের বিষয়ে প্রশাসনের আশানুরূপ সহযোগিতা না পাওয়া এবং তাকে খুঁজে বের করতে জোরালো পদক্ষেপ না নেয়ার প্রতিবাদ জানিয়ে বান্দরবানে প্রতিবাদ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ম্রো ছাত্র সংগঠন (বিএমএসএ),কেন্দ্রীয় কমিটি,বান্দরবান পার্বত্য জেলা।সোমবার (৩ নভেম্বর) বান্দরবান প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন এবং রেংনয়া মুরুংকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে বুঝিয়ে দেয়ার আহ্বান জানায়।মানববন্ধনে বক্তারা বলেন,রেংনয়া মুরুং বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং সে আবাসিক ছাত্র হিসাবে হোস্টেলে অবস্থান করতো।কিন্তুু দীর্ঘ ৫০ দিন ধরে সে হোষ্টেল থেকে নিখোঁজ হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।স্কুল ও হোস্টেল কর্তৃপক্ষ এই বিষয়ে কোন আশানুরূপ ফলাফল দিচ্ছে না আর রেংনয়া মুরুংকে খুঁজে না পাওয়ায় তার পরিবার হতাশাগ্রস্থভাবে জীবনযাপন করছে। বক্তারা প্রশাসনের কর্মকর্তাদের দ্রুত রেংনয়া মুরুংকে খুঁজে তার পরিবারের কাছে হস্তান্তর করার আহ্বান জানায়।এ সময় বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশনের তনয়া ম্রো এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন দেওয়া ম্রো,নেসসন ত্রিপুরা,থোয়াই অংসহ বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশনের বিভিন্ন নেতৃবৃন্দরা।প্রসঙ্গত,গত ১২ সেপ্টেম্বর থেকে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী রেংনয়া মুরুং বিদ্যালয়ের হোস্টেল থেকে নিখোঁজ রয়েছে।বিষয়টি জানার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধারে কাজ করে যাচ্ছে।







