এই মাত্র পাওয়া :

শিরোনাম: নানা আয়োজনে বান্দরবানে জাতীয় সমবায় দিবস উদযাপিত যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীরা পালন করছে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা পুলিশের বিভিন্ন স্থাপনা উদ্বোধন ও মতবিনিময় সভা করলেন রেঞ্জ ডিআইজি রেইচা চেক পোস্টের সেনা তল্লাশিতে মিললো অনুমোদনহীন বিপুল আসবাবপত্র বান্দরবানে চলাচলের সড়ক নির্মাণে বাঁধা প্রদানসহ চাঁদা দাবীর প্রতিবাদে মানববন্ধন জেলা শহরে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ১ জনকে জরিমানা করলো মোবাইল কোর্ট বান্দরবানে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত গভীর রাতে আগুনে বলিবাজারের অন্তত ১৩ দোকান আগুনে পুড়ে ছাই

নানা আয়োজনে বান্দরবানে জাতীয় সমবায় দিবস উদযাপিত


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১ নভেম্বর, ২০২৫ ২:৩৫ : অপরাহ্ণ 16 Views

“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে বান্দরবানে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষ্যে শনিবার (১ নভেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমবায় বিভাগের আয়োজনে জেলা পরিষদের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদের সভাকক্ষে গিয়ে জমায়েত হয়।পরে জেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।সভায় বক্তারা বলেন,সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গঠন সম্ভব।দেশের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা অপরিসীম।এসময় বক্তারা আরো বলেন,পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সামনে এগিয়ে নিতে সমবায় সমিতির বিকল্প নেই,সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দারিদ্রতা দূরীকরণের মাধ্যমে একটি আর্দশিক সমাজ গঠন করতে সমবায় সমিতি একটি বাস্তবিক সিঁড়ি।এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামাই লুসাই।এসময় পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার,পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম,অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রেট (এডিএম) এস,এম, হাসান,পার্বত্য জেলা পরিষদের সদস্য খুরশিদা ইসহাক,জেলা সমবায় কর্মকর্তা ফাতেমা বেগমসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৫জন সফল সমবায় সমিতির সদস্যদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হয়।৫টি সমবায় সমিতিকে আর্থ সামাজিক উন্নয়নে সর্বমোট ১১লক্ষ ৫০ হাজার টাকার ঘূর্ণায়মান তহবিলের চেক বিতরণ করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর