দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনঃ বান্দরবানে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৯ ডিসেম্বর, ২০২৩ ১:৩২ : পূর্বাহ্ণ 226 Views

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০নং সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা শাহ্ মোজাহিদ উদ্দিন।সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে বান্দরবান ৩০০নং আসনে নৌকা প্রতীক পান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং।লাঙ্গল প্রতীক পান জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এটিএম শহীদুল ইসলাম।এসময় আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এর পক্ষে দলীয় প্রতীক নৌকা গ্রহণ করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো.শফিকুর রহমান এবং পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ।আর জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক গ্রহণ করেন জাতীয় পার্টির প্রার্থী এটিএম শহীদুল ইসলাম নিজে।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈকত শাহীন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম,অতিরিক্ত জেলা প্রশাসক মো.ফজলুর রহমান,জেলা নির্বাচন কর্মকর্তা এস.এম শাহাদাত হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং আওয়ামীলীগ ও জাতীয় পার্টির দলীয় নেতৃবৃন্দরা।এদিকে,ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের সঙ্গে আজ থেকেই শুরু হয়েছে ভোটের প্রচার-প্রচারণা।চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

উল্লেখ্য,গত রবিবার বান্দরবান আসনে মনোনয়ন প্রত্যাহার করে নেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও স্বতন্ত্র প্রার্থী মংঙোয়ে প্রু।ফলে এ আসনে আওয়ামী লীগের বীর বাহাদুর উশৈসিং ও জাতীয় পার্টির এটিএম শহিদুল ইসলাম এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন।এবার বান্দরবান সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ২৯ জন।মোট ভোট কেন্দ্র ১৮২টি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!