এই মাত্র পাওয়া :

শিরোনাম: বান্দরবানে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ বান্দরবান বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান বিএনকেএস এর উদ্যোগে টেকনাফের ক্যাম্প-২২ এ শিশু শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল আয়োজনে স্বাক্ষরতা দিবস উদযাপিত ঢাকায় পার্বত্য উপদেষ্টার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সাক্ষাৎ বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা উদযাপিত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার বান্দরবানে ১ পুলিশ সদস্যের আত্মহত্যা চেষ্টা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনঃ বান্দরবানে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৯ ডিসেম্বর, ২০২৩ ১:৩২ : পূর্বাহ্ণ 283 Views

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০নং সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা শাহ্ মোজাহিদ উদ্দিন।সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে বান্দরবান ৩০০নং আসনে নৌকা প্রতীক পান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং।লাঙ্গল প্রতীক পান জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এটিএম শহীদুল ইসলাম।এসময় আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এর পক্ষে দলীয় প্রতীক নৌকা গ্রহণ করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো.শফিকুর রহমান এবং পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ।আর জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক গ্রহণ করেন জাতীয় পার্টির প্রার্থী এটিএম শহীদুল ইসলাম নিজে।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈকত শাহীন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম,অতিরিক্ত জেলা প্রশাসক মো.ফজলুর রহমান,জেলা নির্বাচন কর্মকর্তা এস.এম শাহাদাত হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং আওয়ামীলীগ ও জাতীয় পার্টির দলীয় নেতৃবৃন্দরা।এদিকে,ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের সঙ্গে আজ থেকেই শুরু হয়েছে ভোটের প্রচার-প্রচারণা।চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

উল্লেখ্য,গত রবিবার বান্দরবান আসনে মনোনয়ন প্রত্যাহার করে নেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও স্বতন্ত্র প্রার্থী মংঙোয়ে প্রু।ফলে এ আসনে আওয়ামী লীগের বীর বাহাদুর উশৈসিং ও জাতীয় পার্টির এটিএম শহিদুল ইসলাম এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন।এবার বান্দরবান সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ২৯ জন।মোট ভোট কেন্দ্র ১৮২টি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!