

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবানে বিজয় র্যালী করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ৬ আগষ্ট (বুধবার) বিকেল ৪টায় বান্দরবান রাজারমাঠ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর বান্দরবান জেলার আয়োজনে বিভিন্ন নেতাকর্মীরা জড়ো হয়ে ব্যানার ও নানা রংয়ের ফেস্টুন হাতে নিয়ে এই বিজয় র্যালীতে অংশ নেয়। এসময় শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে ওঠে সর্বত্র।
রাজারমাঠ থেকে র্যালীটি শুরু হয়ে জেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চের সামনে গিয়ে জড়ো হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।বান্দরবান জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরীর সভাপতিত্বে সভায় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক ওসমান গণি,মুজিবুর রশিদ,সদস্য সচিব মো.জাবেদ রেজাসহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বান্দরবান জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরী বলেন,তরুণ প্রজন্মই আজকের বাংলাদেশের নব প্রতিষ্ঠাতা।দেশ নায়ক তারেক জিয়ার নেতৃত্বে তরুণ সমাজ আজ এগিয়ে যাচ্ছে।এসময় সাচিং প্রু জেরী আরো বলেন,এই তরুণ প্রজন্ম দীর্ঘদিন যাবৎ তাদের ভোট প্রদান করা থেকে বঞ্চিত ছিলো।আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই তরুণরা ধানের শীষে ভোট প্রদান করে বিএনপির জয় নিশ্চিত করবে।