এই মাত্র পাওয়া :

শিরোনাম: আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বান্দরবানে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ বান্দরবান বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান বিএনকেএস এর উদ্যোগে টেকনাফের ক্যাম্প-২২ এ শিশু শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল আয়োজনে স্বাক্ষরতা দিবস উদযাপিত ঢাকায় পার্বত্য উপদেষ্টার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সাক্ষাৎ বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা উদযাপিত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

দুর্গাপূজায় সেনাবাহিনীর উপহার পেলো ৮ পূজা মন্ডপ ও ১২০ পরিবার


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৮ অক্টোবর, ২০২৪ ২:৩৩ : অপরাহ্ণ 305 Views

“আমার দেশ আমার প্রান” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বান্দরবান সেনা রিজিয়ন শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এছাড়াও বান্দরবান জেলায় বসবাসরত সকল জাতিগোষ্ঠীর জন্য বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে বান্দরবান সেনা রিজিয়ন তথা বাংলাদেশ সেনাবাহিনী।এরই ধারাবাহিকতায় সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপুজা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন ও আর্থিক অনুদান হস্তান্তর করেছে বান্দরবান সেনা রিজিয়ন।মঙ্গলবার (৮ অক্টোবর) বান্দরবান সেনা জোন বাস্কেটবল মাঠে খাদ্য সামগ্রী বিতরন ও অনুদান হস্তান্তর করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোন এর কমান্ডার ল্যাফটেনেন্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি।এদিন হতদরিদ্র ১২০ পরিবার কে দুর্গা পুজার উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।উপহারের প্রতিটি বক্স এ চিনিগুড়া চাল,চিনা বাদাম,গুঁড়ো দুধ,সেমাই,মিষ্টি চানাচুর,নুডলসসহ ১৭ পদের বাহারি শুকনো খাবার ছিলো।এছাড়া ৮ পুজা মন্ডপ কে আর্থিক অনুদান হস্তান্তর করা হয়।এসময় জোন কমান্ডার বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’ সাম্প্রদায়িক সম্প্রীতির এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকা তথা পাহাড়ি জনপদে শান্তি- শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় রাখার স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।পাশাপাশি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই একযোগে সম্প্রীতির বন্ধনকে অটুট রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে।বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।অতীতের ন্যায় ভবিষ্যতেও বান্দরবান জেলায় সর্বত্মক শান্তি ও সম্প্রীতি বজায় রাখার স্বার্থে কাজ করে যাবে বলেও তিনি প্রত্যয় ব্যাক্ত করেন।বান্দরবান সেনা রিজিয়ন এর জিএসও-৩ ক্যাপ্টেন আব্দুল মান্নান,সেনা জোন এর লেঃ মোহাম্মদ মুস্তাহিদুর রহমান মৃধা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।সেনা রিজিয়ন জানায়,এদিন চার লক্ষ নয় হাজার পাঁচশ টাকা’র উপহার সামগ্রী বিতরন ও আর্থিক অনুদান হস্তান্তর করা হয়।প্রসঙ্গত,পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকায় জনসাধারণের আর্থসামাজিক উন্নয়ন,খাদ্য সমস্যা,মহামারি আকারে ছড়িয়ে পড়া বিভিন্ন রোগে আক্রান্ত স্থানীয় ব্যক্তিদের চিকিৎসা সেবা, দরিদ্র ব্যক্তিদের আর্থিক অনুদান প্রদান করে স্বাবলম্বী হতে সহযোগিতা করার পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের মাঝে দীর্ঘকাল ধরে শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় বই শিক্ষা উপকরন বিতরণ করে যাচ্ছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!