দাবা অত্যন্ত বুদ্ধিবৃত্তিক একটি খেলাঃ জেরিন আখতার (বিপিএম)


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২০ ডিসেম্বর, ২০২১ ১:৫২ : অপরাহ্ণ 414 Views

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী-মুজিববর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দাবালীগ-২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১ ডিসেম্বর) বিকেলে বান্দরবান জেলা পুলিশ ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সার্বিক ব্যাবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং দাবালীগ-২০২১ এর চ্যাম্পিয়ন টিমকে বিজয়ী ট্রফি তুলে দেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার (বিপিএম)।এসময় জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে দাবালীগ-২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় পুলিশ সুপার জেরিন আখতার (বিপিএম) বলেন,দাবা অত্যন্ত বুদ্ধিবৃত্তিক একটি খেলা।একজন দাবা খেলোয়াড় নিজে কখনও নিজের খেলার মান উন্নয়ন ঘটাতে পারেনা কিন্তু সে যখন আরেকজন ভালো খেলোয়াড়ের সাথে খেলবে তখন সে বুঝতে পারে তাঁর খেলায় কোন চালটা ভুল ছিলো।খেলাধুলার পাশাপাশি বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করারও আহবান জানান তিনি।একটি সফল আয়োজনে সহযোগিতা করায় এসময় তিনি বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে জেলা ক্রীড়া সংস্থা,ক্রীড়া সংগঠক,অংশগ্রহণকারী সকল খেলোয়াড়,টিম ম্যানেজার ও কোচ এবং সাংবাদিকদের ধন্যবাদ জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল কুদ্দুস ফরাজী (পিপিএম)।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অশোক কুমার পাল,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজা সরওয়ার,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মুজিবুর রশীদ,জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো.নাছির উদ্দিন,মহিলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ নিনি প্রু মার্মা,ডিএফএ সদস্য দিলীপ দে সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক কৃতী খেলোয়াড় ও জেলা ক্রীড়া সংস্থার বক্সিং দলের কোচ মাহফুজুর রশীদ বাচ্চু।অনুষ্ঠানে বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে জেলা ক্রীড়া সংস্থা ও ক্রীড়া সংগঠকদের বিশেষ সম্মাননা স্বারক প্রদান করা হয়।উল্লেখ্য,তিনদিনব্যাপী আয়োজিত দাবালীগ”২০২১ এ জেলার ৮ টি দল অংশ নেন।এতে বান্দরবান জেলার উপজাতীয় নবোদয় সংঘ ২৪.৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।চ্যাম্পিয়ন টিমের দলনেতা রত্ন জয় তঞ্চঙ্গ্যা রতন,উ ক্য খাইন মার্মা,উসাচিং খেয়াং,সজীব দাশ বিজয়ী ট্রফি গ্রহণ করেন।এফসি বান্দরবান,টুর্নামেন্টের রানার্সআপ ট্রফি অর্জন করেন।১ম বোর্ডে সেরা খেলোয়াড় নির্বাচিত হন চট্টগ্রামের ফিদে মাস্টার আব্দুল মালেক।টুর্নামেন্টে সর্বমোট সাত রাউন্ড খেলা অনুষ্ঠিত হয় এবং ৪০ জন খেলোয়াড় এতে অংশগ্রহণ করে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!