

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বান্দরবানে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে।বৃহস্পতিবার (২ জানুয়ারি) বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার শামীম আরা রিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রিটার্নিং অফিসারের কাছে জমাদানকৃত ৫ প্রার্থীর মনোনয়নপত্র যাছাই বাছাই শেষে বৈধ ঘোষনা করেন।মনোনয়ন ফরম বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন,জাতীয় পার্টি থেকে আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আবু সাঈদ শাহা সুজাউদ্দিন,বাংলাদেশ জামায়েত ইসলামী থেকে মুহাম্মদ আবুল কালাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো.আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সাচিং প্রু।এদিকে প্রার্থীদের মনোনয়ন ফরম বৈধ ঘোষনার পরও এখন পর্যন্ত বান্দরবান জেলায় উৎসবমূখর পরিবেশ ও আমেজ কোনওটারই দেখা মেলেনি।তবে স্থানীয়রা বলছেন,মাত্রই মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হলো।জেলা নির্বাচন অফিসার মো.কামরুল আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানে ৫ প্রার্থীর মনোনয়নপত্র যাছাই বাছাই শেষে বৈধ ঘোষনা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।প্রসঙ্গত: বান্দরবান জেলা বাঙালি সহ ১২টি জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। শান্তিপূর্ণ সহাবস্থানের এই জনপদে এবারের ভোটার সংখ্যা মোট ৩লাখ ১৫হাজার ৪২২জন।এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫জন এবং নারী ভোটার ১লাখ ৫৩ হাজার ৬৪৭জন।জেলার ৭টি উপজেলা ও ২টি পৌরসভা নিয়ে গঠিত বান্দরবান ৩০০নং সংসদীয় আসনে এবার ১৮৬টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন।







