শিরোনাম: চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে মোবাইল কোর্ট বান্দরবানে আলেম সমাজের সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে উদযাপিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস জেলা প্রশাসক মেধাবৃত্তি,বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সেনা জোনের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক কর্মসূচি বান্দরবানে জামায়াতে ইসলামীর বিশাল কর্মী ও সুধী সমাবেশে দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তাঃ সুস্থ হয়ে ফিরছে ১১ বছরের জিংক থান ময় বম

তৃণমূলে বিএনপির ৭৭ টিম,বান্দরবানের দায়িত্ব পেলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বীর মু্ক্তিযোদ্ধা আব্দুস সালাম


প্রকাশের সময় :২০ ডিসেম্বর, ২০১৭ ২:২২ : পূর্বাহ্ণ 1169 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-নির্বাচনের প্রস্তুতি,প্রার্থী সম্পর্কে ধারণা,আন্দোলন ও দল পুনর্গঠনের লক্ষ্যে ফের তৃণমূলে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।দল পুনর্গঠনের পাশাপাশি নির্বাচন ও আন্দোলনের বিশেষ বার্তা পৌঁছাতেই কেন্দ্রীয় নেতাদের এই তৃণমূল সফর।একই সঙ্গে আগামী নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী সম্পর্কেও একটি আগাম ধারণা নিয়ে রাখতে চান বিএনপির শীর্ষ নেতৃত্ব।সফর শেষে দায়িত্বপ্রাপ্ত নেতারা সরাসরি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংশ্লিষ্ট এলাকার একটি রিপোর্ট দেবেন।এরই পরিপ্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাই ও দলের নেতৃত্ব নির্ধারণ করা হতে পারে।জানা যায়,গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) চিঠি পাওয়ার পর বেশ কিছু জেলার সাংগঠনিক টিম প্রধান জেলা সফরে ঢাকা ছেড়েছেন এবং মাঠ পর্যায়ের এই সফর শুরু করেছেন।যা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।এরই মধ্যে ৭৭ টি সাংগঠনিক জেলায় চিঠি পাঠানো হয়েছে।দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে স্থায়ী কমিটি,ভাইস চেয়ারম্যান,উপদেষ্টা,সিনিয়র যুগ্ম-মহাসচিব ও যুগ্ম-মহাসচিব পর্যায়ের নেতাদের টিমপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ কর্মীদের এক প্রশ্নের জবাবে জানান, ‘দলকে আরও বেশী কার্যকর ও সুসংহত করতে তৃণমূলে কেন্দ্রীয় নেতাদের সফর কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়েছে।শুধু দলকে শক্তিশালী নয়,আগামী নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কেন্দ্রীয় নেতারা মাঠ পর্যায়ের কর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় করবেন।আমাদের দাবিগুলোও জনসাধারণের মধ্যে তুলে ধরা হবে।মূলত এই সফরের মাধ্যমে বিএনপির নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের আরও কাছাকাছি যাওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে আমি আশা করছি।’ প্রতি টিমপ্রধানকে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়:-‘দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে কর্মিসভা করার সিদ্ধান্ত হয়েছে।সাংগঠনিক তত্পরতা বৃদ্ধি করার জন্য এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সভা সাফল্যমণ্ডিত করতে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে সারা দেশের জেলা/মহানগরে সাংগঠনিক সফরের জন্য আপনাকে দলনেতা করে টিম গঠন করা হয়েছে।৩০ ডিসেম্বরের মধ্যে কর্মিসভা সাফল্যমণ্ডিত করতে আপনার নেতৃত্বে গঠিত টিমকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করছি।’জানা যায়,কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতা ছাড়াও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরাও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।এ ছাড়া টিমে সংশ্লিষ্ট জেলার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্য,সাবেক এমপি,বিগত সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী,দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র,জেলা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছেন।এদিকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বীর মু্ক্তিযোদ্ধা আব্দুস সালাম কে কেন্দ্রীয় বিএনপি থেকে বান্দরবান জেলা বিএনপির টিম প্রধান করা হয়েছে।যিনি একাধারে বাংলাদেশের অবিভক্ত রাজধানী ঢাকার সাবেক ডেপুটি মেয়র,অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে সফলতার সঙ্গে সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।এমনকি সরকার বিরোধী এক সমাবেশে পুলিশের বেপরোয়া গুলি বর্ষনে তিনি গুরুতর আহত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন।টিম প্রধান হিসেবে কেন্দ্রীয় বিএনপি কতৃক নিযুক্ত নতুন এই নেতার নাম শুনেই বান্দরবান জেলা বিএনপি তথা সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।তৃণমূল নেতাকর্মীদের অনেককেই জেলার নতুন সাংগঠনিক টিম প্রধান কে বরণ করে নিতে ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।বিগত দশ বছরের অধিক সময় বান্দরবানের আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা নেতাকর্মীদের ভাষ্য এবং বদ্ধমূল ধাঁরনা এবার নিশ্চয়ই তাদের বক্তব্য এবং দাবী গুলো সরাসরি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কান পর্যন্ত পৌঁছাবে।তাদের দীর্ঘদিনের পুরনো দাবী জেলা কাউন্সিলের বিষয়টি এবার বাস্তবে রুপ পাবে।এবিষয়ে বান্দরবান সদর উপজেলা পরিষদের চার বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির প্রভাবশালী সহসভাপতি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান সিএইচটি টাইমস ডটকমকে এক প্রতিক্রিয়ায় জানান,কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তের প্রতি সবসময় আস্থা বিশ্বাস ছিলো।আমাদের প্রত্যাশা ছিলো বান্দরবান জেলা বিএনপির টিম প্রধান হিসেবে তেমন একজন নেতাকে পাওয়া যিনি বান্দরবানের তৃণমূলে বিগত দশবছরের বেশী সময় আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা নেতাকর্মীদের মনের ভাষা বুঝে নিয়ে সকল প্রকার পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের উর্ধ্বে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম এমন একজন নেতা বান্দরবান জেলা বিএনপির দায়িত্ব পাক।আমার মনে হয় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দীর্ঘদিনের দাবীর পরিপ্রেক্ষিতে তেমন একজন নেতাকেই বান্দরবান জেলার সাংগঠনিক টিম প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছেন।বান্দরবান জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন এর মাননীয় উপদেষ্টা,বরেণ্য রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম কে বান্দরবানে বরণ করে নিতে মুখিয়ে আছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!