টানা ৭ম বারের মতো বান্দরবানবাসীর আস্থায় বীর বাহাদুর


প্রকাশের সময় :৮ জানুয়ারি, ২০২৪ ২:১৬ : পূর্বাহ্ণ 287 Views

টানা ৭ম বারের মতো বান্দরবানবাসীর আস্থায় বীর বাহাদুর উশৈসিং এমপি।রবিবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে নয়টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের সংসদীয় ৩০০ নং আসনের বেসরকারি ফলাফল ঘোষণায় আবারও তা জানা গেলো।জেলায় মোট ১৮২ টি ভোট কেন্দ্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বেসরকারিভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এমপি বিজয়ী ঘোষনা করা হয়।বান্দরবানের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহ্ মোজাহিদ উদ্দিন বেসরকারি ভাবে ৩০০ নং আসনে নৌকার প্রার্থী বীর বাহাদুর উশৈসিং কে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেন।জেলার ৭টি উপজেলার ৩৪টি ইউনিয়নের ১৮২টি ভোট কেন্দ্রে কোন সংঘাত ছাড়াই নির্বাচনে ভোট গ্রহন শেষ হলে বিকাল ৫টার পর থেকে প্রতিটি কেন্দ্রের ভোটের ফলাফল আসতে শুরু করে।প্রতিটি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং প্রাপ্ত ভোটে জাতীয় পার্টির প্রার্থী এটিএম শহিদুল ইসলাম এর চেয়ে এগিয়ে ছিলেন।

বেসরকারি ভাবে প্রাপ্ত ১৮২ টি কেন্দ্রের ফলাফলে বীর বাহাদুর উশৈসিং ১ লাখ ৭২ হাজার ৬৭১ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করা হয়।এ নিয়ে তিনি টানা সপ্তম বারের মতো এমপি নির্বাচিত হলেন।তার একমাত্র প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী এ টি এম শহিদুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৩ শত ৬১ ভোট।

৩০০নং আসনে মোট ভোটার ২ লাখ ৮৮ হাজার ৩০ জন।আসনটির ১৮২টি ভোটকেন্দ্রের ৭২৭ টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৫৮৩ জন ও নারী ভোটার এক লাখ ৩৯ হাজার ৪৪৬ জন।মোট ভোটের ৬৪.৯ শতাংশ ভোটার ভোট প্রদান করেছেন বলে জানান জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহ্ মোজাহিদ উদ্দিন।উল্লেখ্য,বান্দরবান ৩০০ নং আসনে বীর বাহাদুর উশৈসিং ১৯৯১ সালে,১৯৯৬ সালে,২০০১ সালে, ২০০৮ সালে,২০১৪ সালে ও সর্বশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ষষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়।তিনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে ২০১৪ সালের ১২ জানুয়ারি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ সালের ৫ জানুয়ারি থেকে একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!