জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর প্রচেষ্টাঃ সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট প্রকল্পের সম্ভাব্য স্থান নিয়ে মতবিনিময়


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৩০ আগস্ট, ২০২২ ৯:১৩ : অপরাহ্ণ 311 Views

জাতীয় গৃহায়ণ কতৃপক্ষ কর্তৃক আয়োজিত সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট প্রকল্পের সম্ভাব্য স্থান নির্ধারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩০ আগস্ট) জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বান্দরবান এর জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ণ কতৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো.দেলওয়ার হায়দার।অতিরিক্ত সচিব ও সদস্য (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) জাতীয় গৃহায়ণ কতৃপক্ষ ড.মো.মইনুল হক আনছারী,অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও সদস্য (প্রকৌশল ও সমন্বয়),কাজী ওয়াসিফ আহমাদ,অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও সদস্য (পরিকল্পনা) বিজয় কুমার মন্ডল আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সুত্রে জানা যায়, বান্দরবান জেলায় সরকারি ব্যাবস্থাপনায় আবাসিক প্রকল্প বাস্তবায়ন নিয়ে আগে তেমন কোনও তৎপরতা না থাকলেও বান্দরবান এর জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এই ধরনের প্রকল্প বাস্তবায়ন নিয়ে বিভিন্ন দপ্তরে চিঠি চালাচালি শুরু করেন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ এর পরপরই।পরে প্রাতিষ্ঠানিক জটিলতা দুর করতে জেলার বিভিন্ন সংস্থা ও দপ্তর গুলোর প্রধানদের সাথে আলোচনা করেন এবং সমন্বয় এর ভিত্তিতে এই উদ্যোগ বাস্তবায়নে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।এরই ফলশ্রুতিতে জেলা প্রশাসন এবং গৃহায়ণ কতৃপক্ষ উভয়ে স্থানীয়দের সহযোগিতা নিয়ে এই প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা নিয়ে কাজ শুরু করেন এবং প্রাথমিকভাবে দপ্তর গুলোর দায়িত্বশীল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভায় আলোচনা শুরু করেন।

এ প্রকল্প উদ্যোগ বাস্তবায়ন হলে জেলার স্থানীয় জনসাধারণ স্বল্প মূল্যে প্লট কিংবা ফ্ল্যাট পাবে এমনটাই জানা গেছে।এতে জনসাধারণের জীবন মান উন্নয়ন এর পাশাপাশি একটি পরিকল্পিত পর্যটন নগরী গড়ে উঠবে এমনটাই উঠে আসে আলোচনা সভায়।প্রসঙ্গত, অপরূপা বান্দরবানে পর্যটন এর একটি অপার সম্ভাবনা রয়েছে এবং স্থানীয় জনগণের চাহিদা বিবেচনা করে অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্য নিয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  ডা.মো.শেখ ছাদেক,সদর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ,নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাসসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও পদস্থ কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!