জেলা পর্যটন উন্নয়ন কমিটি শক্তিশালীকরন বিষয়ক সভা অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২১ জানুয়ারি, ২০২৬ ২:১৩ : পূর্বাহ্ণ 14 Views

ILO-এর সহযোগিতা এবং Promoting Gender Responsive Enterprise Development and TVET Systems (Progress) Project-এর আওতায় বাস্তবায়নাধীন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে বান্দরবান জেলা পর্যটন উন্নয়ন কমিটির কার্যক্রম জোরদারকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে মঙ্গলবার বিকেলে “জেলা পর্যটন উন্নয়ন কমিটি শক্তিশালীকরন বিষয়ক” এক সভা অনুষ্ঠিত হয়।বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ-উল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে ট্যুরিজম বোর্ডের পরিচালক বলেন,ট্যুরিজমের মাধ্যমে একটি এলাকার অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব।পৃথিবীর বিভিন্ন দেশে ট্যুরিজমকে আয়ের অন্যতম উৎস হিসেবে গণ্য করা হয়।তিনি বলেন বান্দরবান একটি সম্ভাবনাময় পর্যটন জেলা।এ জেলার পাহাড় নদী,সমতল এবং জনবৈচিত্র্যকে কাজে লাগিয়ে ট্যুরিজম সেক্টরকে উন্নয়ন করা সম্ভব।এজন্য জেলা পরিষদের মাধ্যমে পর্যটন উন্নয়ন কমিটিকে শক্তিশালী করা প্রয়োজন।তিনি বলেন টেকসই পর্যটন উন্নয়নের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে।সভাপতির বক্তব্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন,বান্দরবানের পর্যটন শিল্প উন্নয়নের সাথে সকল স্টেক-হোল্ডারকে সম্পৃক্ত করতে হবে।এলাকায় বসবাসকারী সকল জাতি গোষ্ঠীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বান্দরবানে একটি পরিকল্পিত পর্যটন ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।সভায় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ,ট্যুরিজম বোর্ডের উপ পরিচালক মহিবুল ইসলাম,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম,টুরিস্ট পুলিশের সিএইচটি রিজিয়নের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক,বান্দরবানের সিভিল সার্জন ডা: মো.শাহীন হোসাইন চৌধুরী,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর,বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি এসময় উপস্থিত ছিলেন।এছাড়াও জেলা পরিষদ সদস্য,হোটেল মোটেল অনার্স এসোসিয়শন নেতৃবৃন্দ এবং পরিবহন সেক্টরের মালিক-শ্রমিক প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।উল্লেখ্য,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক ২০২১ সালের ৬ ডিসেম্বর প্রজ্ঞাপন জারির পর এটাই ছিলো প্রথমবারের মতো জেলা পর্যটন উন্নয়ন কমিটির কার্যক্রম জোরদারকরণে এমন একটি সভা অনুষ্ঠিত হলো।

সভায় গৃহীত সিদ্ধান্ত ও প্রস্তাবনাসমূহঃ
১।বান্দরবান জেলা পর্যটন উন্নয়ন কমিটির সভা নিয়মিতকরণের লক্ষ্যে প্রতি তিন মাস অন্তর সভা আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং উক্ত সভায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতিনিধি উপস্থিতি নিশ্চিত করা হবে।

২।প্রজ্ঞাপিত জেলা পর্যটন উন্নয়ন কমিটিকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করা।
৩।জেলা পর্যটন উন্নয়ন কমিটির সক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মাধ্যমে প্রয়োজনীয় প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ গ্রহণ করা।
৪।জেলা পর্যটন উন্নয়ন কমিটির সভাসমূহের কার্যবিবরণী বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইটে নিয়মিতভাবে আপলোড করা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর