

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় সুয়ালক সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমে অধ্যায়নরত নিবাসীদের জন্য স্থাপিত ই-লার্নিং সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৪ নভেম্বর) সেন্টারের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।জেলা সমাজসেবা কার্যালয়,বান্দরবান এর উপপরিচালক মিলটন বিষয়টি নিশ্চিত করেন।এসময় জেলা পরিষদ সদস্য ম্যা ম্যা নু,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, (রিসোর্স শিক্ষক) উপস্থিত ছিলেন।জানা যায় আবাসিক এই ক্যাম্পাসে সকল সুযোগ সুবিধা সম্পন্ন ৫টি ডেস্কটপ স্থাপন করা হয়েছে।এছাড়াও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা,শিক্ষক ও নিবাসীরা উপস্থিত ছিলেন।এদিন জেলা পরিষদ চেয়ারম্যান নিবাসীদের সাথে নির্মল একটি সময় অতিবাহিত করেন এবং তাদের নিজস্ব জীবনযাত্রার প্রতিকুল পরিবেশ পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।এছাড়াও নিবাসীদের সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার স্বার্থে তিনি নিবাসীদের জন্য সাংস্কৃতিক সরঞ্জাম উপহার হিসেবে হস্তান্তর করেন।সুত্র জানায়,এই ধরনের ই-লার্নিং সেন্টারের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী নিবাসীরা কর্মসংস্থানের জন্য দক্ষ ও প্রশিক্ষিত হয়ে উঠবে।যাতে তারা ব্যক্তি ও সমাজ জীবনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে।এই ই-লার্নিং সেন্টারে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সকল ধরনের উপযোগী সফটওয়্যার ও হার্ডওয়্যার, এক্সেসিবল ডিকশনারি,ডিজিটাল টকিং বুক,ই-বুকসহ প্রয়োজনীয় সংখ্যক ব্রেইল বই আছে।







