এই মাত্র পাওয়া :

গর্জে উঠেছেন পার্বত্য বীর


প্রকাশের সময় :৬ জানুয়ারি, ২০১৮ ৯:১৮ : পূর্বাহ্ণ 950 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-গর্জে উঠেছেন পার্বত্য বীর,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী,তিন বারের কেন্দ্রীয় আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক,দুই বারের সফল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান,বান্দরবানের ৩০০নং আসনের ৫ বারের সংসদ সদস্য,বিশিষ্ট ক্রীড়া ও শিক্ষানুরাগী,পার্বত্য জেলা বান্দরবানের গরীব দুখী মেহনতি মানুষের দুচোখের নয়ন মণি,আধুনিক ডিজিটাল বান্দরবানের অপ্রতিদ্বন্দ্বী রুপকার জননেতা বীর বাহাদুর উশৈসিং এমপি।এই গর্জনে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি উনার অবর্তমানে এবং উনার পেছনে যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা পুড়ে ছারখার হয়ে যাবে,আমি অতীতের কোনও সময় পার্বত্য অঞ্চলের এই কৃতি সন্তান পার্বত্য বীর কে এইরূপ বাঘের মতো গর্জে উঠতে দেখিনি,ম্যাসেজ পরিষ্কার ভালো খারাপ উনি বেছে ফেলেছেন এবং সেই সব ভালো গুলোর জন্য পুরষ্কার আর ওইসব খারাপ গুলোর জন্য তিরস্কার এর প্রাথমিক পথচলা শুরু করে দিয়েছেন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে গর্জে উঠে,এই গর্জন কে কারা কারা সমীহ করবেনা ওটা সময় বলে দিবে কিন্তু পার্বত্য বীর এর গর্জন কিছু কাপুরুষ বিবেকহীন অকৃতজ্ঞ প্রকৃতির লোকজন এর ঘুম হারাম করে দিয়েছে।এটা একটা নতুন রেকর্ড এর সূচনালগ্ন,পার্বত্য বীর অতীতে অনেককেই ছাড় দিয়েছেন,কিন্তু এবার বোধহয় তিনি আর সেই সুযোগ আর দিবেন না।so বলতেই হচ্ছে, “সাধু সাবধান”!!!

লিখেছেনঃ-(লুৎফুর রহমান উজ্জ্বল;এডিটর সিএইচটি টাইমস.কম)

***প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।সিএইচটি টাইমস-এর সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে।তাই মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার জন্য সিএইচটি টাইমস.কম কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না***।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর