

বান্দরবান জেলা তথ্য অফিসের উদ্যোগে বান্দরবানে ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আবু তালেব উপস্থিত ছিলেন।এসময় বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী,বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বাংলা প্রভাষক ও কলেজ ইনচার্জ আবুল হোসাইন কুতুবী ও সাংবাদিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।২৫ মার্চ গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানের সভাপতি বান্দরবান জেলা তথ্য অফিসার মিজানুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন।প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আবু তালেব বলেন,বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।ঐ দিন রাতেই পৃথিবীর ইতিহাসের ভয়াবহতম গণহত্যার শিকার হয় স্বাধীনতাকামী বাংলাদেশের মানুষ। বর্তমান প্রজন্ম হিসেবে ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধের এই প্রকৃত ইতিহাস জানার প্রতি গুরুত্বারুপ করেন।এসময় ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধে সম্পর্কে বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী তাঁর বাস্তব অভিজ্ঞতা গল্পাকারে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।