এই মাত্র পাওয়া :

শিরোনাম: কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বান্দরবান পৌরসভা রোয়াংছড়িতে আন্তঃ উপজেলা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট-২৫ এর উদ্বোধন ঘুমধুম সীমান্তে মিয়ানমার অভ্যন্তর থেকে মধ্যরাতে ব্যাপক গোলাগুলির শব্দ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন বান্দরবানে মানবাধিকার সংস্থা বাসক এর উদ্যোগে বস্ত্র বিতরণ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে তরুণ সমাজ বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাচ্ছেঃ সাচিং প্রু জেরী নানা কর্মসুচীর মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবসে’ জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বান্দরবান পৌরসভা


বাসুদেব বিশ্বাস প্রকাশের সময় :১২ আগস্ট, ২০২৫ ১:১৭ : পূর্বাহ্ণ 7 Views

বান্দরবান পৌর এলাকায় ২০২৫ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।সোমবার (১১ আগস্ট) সকালে বান্দরবান পৌরসভার আয়োজনে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করেন।
বান্দরবান পৌরসভার প্রশাসক এসএম মঞ্জুরুল হক এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার,ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি সহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্টানের কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন,শিক্ষার্থীদের আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এই ধরণের আয়োজন শিক্ষার্থী এবং অভিভাবকদের বেশি উৎসহ সৃষ্টি করবে, পাশাপাশি আগামীদিনে বান্দরবানে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বাড়বে।এসময় বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মঞ্জুরুল হক আগামীতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার পাশাপাশি,দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত গরীব ও অসহায় শিক্ষার্থীদের পৌরসভার পক্ষ থেকে মাসিক শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষনা দেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৫ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী কৃতি ৮৭জন শিক্ষার্থীর মাঝে প্রাইজবন্ড,সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
August 2025
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!