করোনা মহামারীতে কেউ না খেয়ে থাকবে নাঃ বীর বাহাদুর উশৈসিং এমপি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৫ মে, ২০২১ ৭:১৬ : অপরাহ্ণ 234 Views

করোনা মহামারীতে কেউ না খেয়ে থাকবে না। সরকারের ফান্ডে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মওজুদ আছে বলে জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বুধবার (০৫ মে) সকালে বান্দরবান পৌরসভা চত্বরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত ত্রাণ সহায়তা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ত্রাণ বা আর্থিক সাহায্য বিতরণে সমন্বয়ের দরকার। সমন্বয়হীনতার কারণে ঘুরে ফিরে একি ব্যক্তি সহযোগীতা পাচ্ছে। এতে বঞ্চিত হচ্ছে অনেকে। তিনি মেয়র-কাউন্সিলরদের সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন।

এরপর বান্দরবানে কোভিড-১৯ প্রভাবে কর্মহীন হওয়া অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন এমপি।

পৌরসভা সূত্র জানায়, কোভিড-১৯ মোকাবেলায় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে পাচঁ হাজার ২১ জনকে জনপ্রতি ৫শ টাকা করে এবং চার হাজার ৬২১ জন’কে ভিজিএফ কার্ডে জনপ্রতি ৪৫০ টাকা করে দেয়া হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান পৌরসভার মেয়র মো: ইসলাম বেবি, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সদর ইউএনও তৌসিফ আহমেদ, প্যানেল মেয়র সৌরভ দাস শেখর ও প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!