এই মাত্র পাওয়া :

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৩১ অক্টোবর, ২০২১ ৩:১৮ : অপরাহ্ণ 302 Views

‘মুজিববর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার দুপুর ৩টায় বান্দরবান জেলা পুলিশের আয়োজনে সদর থানার কনফারেন্স রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল কুদ্দুস ফরাজী (পিপিএম) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেরিন আখতার (বিপিএম)।এসময় সভায় সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,অতিরিক্ত পুলিশ সুপার মোঃনাজিম উদ্দিন,মো.রেজা সরওয়ার,পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ,কামরুল হাসান বাচ্চু,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু,বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম চৌধুরী,ওসি (তদন্ত) মো.সোহাগ রানাসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি ও পুলিশ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আলোচনা সভার প্রধান অতিথি পুলিশ সুপার জেরিন আখতার প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন,শুধু পুলিশের দিকে তাকিয়ে থাকলে হবে না,সমাজের অপরাধ নির্মুলে সাধারণ জনগণকে পুলিশকে সহযোগিতা করতে হবে।এসময় পুলিশ সুপার আরো বলেন,কোন এলাকায় কে খারাপ কাজে লিপ্ত, আর কে ভালো,তা এলাকার সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অবগত থাকেন।তাই অপরাধ নির্মূল করতে হলে সবার আগে এলাকার জন প্রতিনিধিদের পুলিশের সাথে সাথে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।আলোচনা সভার সভাপতি বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস ফরাজী (পিপিএম) জবাবদিহি কে বলেন,জনবান্ধব পুলিশ বাহিনী প্রতিষ্ঠার জন্য সারাদেশে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে।এই ধরনের কার্যক্রম সর্বমহলে প্রশংসিত হয়েছে।এতে পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাস বৃদ্ধি পেয়েছে।একটি জনবান্ধব পুলিশী সেবা কার্যক্রম নিশ্চিত করতে দেশের প্রতিটি পুলিশ সদস্য নিষ্ঠার সাথে তৎপর রয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!