বিশুদ্ধ পানির ফিল্টার,ভ্যান গাড়ি ও গাভী বিতরণ


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১৯ নভেম্বর, ২০২১ ৩:৩৪ : অপরাহ্ণ 507 Views

এতিমখানা,অনাথাশ্রম ও সুবিধা বঞ্চিতদের মাঝে বিশুদ্ধ পানির ফিল্টার,ভ্যান গাড়ি ও গাভী বিতরণ করা হয়েছে।গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর বাসভবনে রোটারি ক্লাব বান্দরবান এর উদ্যোগে এসব বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।রোটারি ক্লাব বান্দরবান এর প্রেসিডেন্ট মোঃমহিউদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা রেড ক্রিসেন্ট সাধারণ সম্পাদক অমল কান্তি দাশ,বান্দরবান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর,রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মাহবুবুর রহমান,ক্লাব সেক্রেটারি তরুণ কান্তি দাশ,রোটারিয়ান নাজমুল হাছান ভুঁইয়া,আনিসুর রহমান,সুজন চৌধুরী সঞ্জয়,সাইয়েদ জুয়েল,মুজিবুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।এসময় রোটারি ক্লাবের পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে কয়েকটি জামে মসজিদ ও দুইটি অনাথ আশ্রম কে সাতটি বিশুদ্ধ পানির ফিল্টার,সুবিধা বঞ্চিত চার পরিবারের মাঝে দুইটি গাভির বাছুর এবং দুইটি ভ্যান গাড়ি উপহার হিসেবে তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী।সংক্ষিপ্ত বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি রোটারি ক্লাবের এমন উদ্যোগ কে স্বাগত জানিয়ে বলেন,অতীতের ন্যায় রোটারি ক্লাব বান্দরবানে সবসময় সমাজের অসহায় দরিদ্র মানুষ এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাড়িয়ে মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।তাদের এই কর্মতৎপরতা সামাজিক দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।এসময় তিনি রোটারি ক্লাব বান্দরবান কে সামনের শীতে অসহায় গরীব জনগোষ্ঠীর কল্যাণে পাশে থাকার আহবান জানিয়ে ক্লাবটি কে পার্বত্য মন্ত্রীর ব্যাক্তিগত তহবিল থেকে এক লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর