উন্নয়ন বোর্ডের উদ্যোগে বান্দরবানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান


সিএইচটি টাইমস নিউজ ডেস্ক প্রকাশের সময় :২৫ এপ্রিল, ২০১৯ ৯:৫২ : অপরাহ্ণ 901 Views

পার্বত্য তিন জেলার ২ হাজার ২ শ ২২জন জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে ১ কোটি ৯৩ লক্ষ ৩৪ হাজার টাকার শিক্ষা বৃত্তি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এর মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বান্দরবানে ৭৩২, রাঙামাটি ৭৫০ ও খাগড়ছড়ি জেলার ৭৪০ জন শিক্ষার্থীকে এই শিক্ষা বৃত্তি দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে বান্দরবানে অরুন সারকী টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এ শিক্ষা বৃত্তির অনুষ্ঠানের আয়োজন করে। এসময় অনুষ্ঠানে কলেজ পর্যায়ে ৭ হাজার টাকা, মেডিকেল ও বিশ^বিদ্যালয়ের পর্যায়ে শিক্ষার্থীদের দশ হাজার করে শিক্ষা বৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো:শাহিনুল ইসলাম,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা) ড.প্রকাশ কান্তি চৌধুরী, প্রকল্প পরিচালক মো:আব্দুল আজিজ, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার,বান্দরবান মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়–য়া,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো:ইয়াছির আরাফাতসহ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান সরকারের আন্তরিকতায় পাহাড়ের শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন হচ্ছে, শিক্ষার উন্নয়নের স্বার্থে ভবিষ্যতে শিক্ষা বৃত্তি পরিমান আরও বাড়ানো হবে এবং সকলকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!