

মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ শামীম আরা রিনি,জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার নবাগত পুলিশ সুপার মো.আবদুর রহমান।উক্ত সভায় পুলিশ সুপার বক্তব্যে বলেন,আজকের এই দিনটি দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ সময়।দুর্নীতি কেবল অর্থনৈতিক ক্ষতি নয়,এটি রাষ্ট্রের উন্নয়নের গতিকে বাধাগ্রস্ত করে,সামাজিক ন্যায়বিচারকে দুর্বল করে এবং নাগরিকদের মৌলিক অধিকার হরণ করে।উন্নত,স্বচ্ছ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দুর্নীতি দমন অপরিহার্য। “সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ” গঠনে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।দুর্নীতি প্রতিরোধে আমরা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করি।আমি স্পষ্টভাবে বলতে চাই, দুর্নীতি যেখানেই হোক,যারই বিরুদ্ধে হোক,আইনগত ব্যবস্থা গ্রহণে আমরা কোনোভাবেই পিছপা হবো না।জনগণকে তাদের ন্যায়সংগত অধিকার প্রদানে আমরা সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছি এবং করবো।দুর্নীতি দমনে কেবল আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা যথেষ্ট নয়।জনগণের সক্রিয় অংশগ্রহণ,স্বচ্ছতা,দায়বদ্ধতা এবং জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো গড়ে তোলাই হতে পারে প্রকৃত উদাহরণ।তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।এ-সময় বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।এবিষয়ে বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য ও সংবাদকর্মী লুৎফুর রহমান (উজ্জ্বল) বলেন,বান্দরবানের নবাগত পুলিশ সুপার কতৃক এমন সাহসী বক্তব্য দুর্নীতিবাজদের জন্য একটি কঠোর বার্তা।তিনি নিজের দপ্তর এবং জেলা পুলিশকেও দুর্নীতি বিষয়ে জিরো টলারেন্স ঘোষনা দিয়েছেন।এটাকে সাধুবাদ জানাই।







