

বান্দরবান জেলা পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসন কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত পৃথক দুটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ জানুয়ারি) সকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এদিন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অবঃ) আবুল ফজল মো.সানাউল্লাহ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং নির্বাচন সংগশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।এসময় তিনি বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের হারিয়ে যাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি বড় সুযোগ।বিষয়টি আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে।বিগত সময়ে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে তাতে শুধু নির্বাচন, বা নির্বাচন কমিশন নয়,দেশের প্রতিটি প্রতিষ্ঠান প্রশ্নবিদ্ধ হয়েছে।এসময় তিনি স্থানীয় প্রশাসন কে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।তবে নির্বাচন কমিশন কারও পক্ষপাতমূলক আচরন সহ্য করবে না বলেও
হুঁশিয়ার করে দেন।জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি,পুলিশ সুপার মো.আব্দুর রহমান,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল করিম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আবু তালেব,জেলার বিভিন্ন দপ্তরের সামরিক,বিজিবি কর্মকর্তা ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
লুৎফুর রহমান (উজ্জ্বল)
বান্দরবান
০১৬৭৩৭১৮২৭১







